আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ২০। ছ'টি দল একে অপরের বিরুদ্ধে লড়ছে। দু'বারের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স ইস্টার্ন কেপ দুটো ম্যাচে দুটো জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে।
ত্রিস্টান স্টাবসের নেতৃত্বাধীন দল বোনাস পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের পয়েন্ট এখন ১০।
কিন্তু প্রিটোরিয়া ক্যাপিটালসের শুরুটা একেবারেই ভাল হয়নি। দুটো ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত আর দুটোতেই হার মেনেছে প্রিটোরিয়া ক্যাপিটালস। সৌরভ গাঙ্গুলি আবার প্রিটোরিয়ার হেড কোচ। হোড কোচের দায়িত্বে প্রথমবার দেশের প্রাক্তন অধিনায়ক। এর আগে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালের মেন্টর-পরামর্শদাতা ছিলেন। কিন্তু কোনও সময়েই হেড কোচ হননি।
হেড কোচ হিসেবে অভিষেকেই হার মেনেছিলেন। জোবার্গ সুপার কিংসের কাছে হারতে হয়েছিল প্রিটোরিয়াকে। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে ৪৮ রানে হার মানে প্রিটোরিয়া।
প্রথমে ব্যাট করে সানরাইজার্স ইস্টার্ন কেপ নির্ধারিত ২০ ওভারে করে ৬ উইকেটে ১৮৮ রান। রান তাড়া করতে নেমে সৌরভের দল থেমে যায় ১৪০ রানে। পুরোদস্তুর ২০ ওভার খেলতে পারেননি প্রিটোরিয়ার ব্যাটাররা। ১৮ ওভারে শেষ হয় সৌরভের দলের ইনিংস।
সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কুইন্টন ডি কক ৪৭ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। ম্যাথু ব্রিৎজকি ৩৩ বলে চটজলদি ৫২ রান করেন। অন্যদিকে জর্ডন হেরম্যান ২০ বলে ৩৭ রান করায় সানরাইজার্স ইস্টার্ন কেপ ১৮৮ রান করে।
Oh that winning feeling - The Orange Army certainly knows how to celebrate 👏👏#BetwaySA20 #SECvPC #WelcomeToIncredible pic.twitter.com/9aBOmdvqxI
— Betway SA20 (@SA20_League)Tweet by @SA20_League
রান তাড়া করতে নেমে প্রিটোরিয়ার কোনও ব্যাটারই বড় রান পাননি। সৌরভের দলের হয়ে উল্লেখযোগ্য রান করেন শাই হোপ (১৯ বলে ৩৬), উইল স্মিড (২৭ বলে ৩৫) এবং রাদারফোর্ড (১৯ বলে ২৫)।
নিলামে ডিওয়াল্ড ব্রেভিসকে দলে নেওয়ার জন্য অল আউট ঝাঁপিয়েছিলেন। কিন্তু তিনি পাঁচ বলে মাত্র ১২ রান করেন তিনি। অন্যদিকে কেশব মহারাজ বল ও ব্যাট হাতে ছাপ ফেলতে পারেননি। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৯ রান দিলেও একটি উইকেটও পাননি। অন্যদিকে ব্যাট করতে নেমে মাত্র ৭ রান করেন তিনি।
সানরাইজার্স ইস্টার্ন কেপের বোলার অ্যাডাম মিলনে ২৫ রানে ৪ উইকেটে নিয়ে প্রিটোরিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামান। হাতে বিশেষ সময় নেই। প্রিটোরিয়া ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স কেপ টাউন। সেই ম্যাচের বল গড়াবে ৩১ ডিসেম্বর।
