আজকাল ওয়েবডেস্ক:‌ দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিং বিক্রমে ভদোদরায় জিতে সিরিজে ১–০ এগিয়ে গেছে ভারত। বুধবার রাজকোটে দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ পকেটে। 


ম্যাচ জিতলেও খারাপ খবর চোটের জন্য সিরিজের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ ব্যাটার আয়ূষ বাদোনিকে। যদিও কিউয়িদের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। সুন্দরের পরিবর্তে প্রথম একাদশে আসবেন সম্ভবত নীতীশ কুমার রেড্ডি। পেসার–অলরাউন্ডারের খেলার সম্ভাবনাই বেশি।


এটা ঘটনা, একদিনের সিরিজের আগে চোটের জন্য ছিটকে যান পন্থ। এবার ছিটকে গেলেন ওয়াশিংটন। পন্থের পরিবর্তে দলে জায়গা পেয়েছন ধ্রুব জুরেল। যদিও প্রথম ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। উইকেটকিপিং করেন লোকেশ রাহুল।


সবচেয়ে চিন্তার কথা, আর একমাসও বাকি নেই টি–২০ বিশ্বকাপের। তার আগেই চোটের কবলে পড়ে গিয়েছেন তিলক বর্মা ও ওয়াশিংটন সুন্দর। তিলকের অস্ত্রোপচার হয়েছে। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি–২০ ম্যাচে তিনি নেই। এবার চোট লাগল সুন্দরের। তিনি টি–২০ সিরিজে খেলতে পারেন কিনা সেটাই এখন দেখার। তিলকও কত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন সেদিকেও নজর রাখা হচ্ছে।

 


তবে কোহলি ও রোহিত ছন্দেই আছেন। ভদোদরায় ২৬ করেছিলেন রোহিত। মারতে গিয়ে আউট হন। প্রথম ম্যাচে অর্ধশতরান পেয়েছেন অধিনায়ক শুভমান গিলও। যদিও টান ধরেছিল তাঁর। এরপর অবশ্য ব্যাট করলেও আউট হয়ে যান। যদিও দ্বিতীয় ম্যাচে শুভমান খেলবেন না এরকম কোনও খবর এখনও নেই। যা পরিস্থিতি দ্বিতীয় ম্যাচে হয়ত একটাই বদল হবে। সুন্দরের জায়গায় খেলবেন রেড্ডি। তবে পেসার প্রসিধ কৃষ্ণা যেভাবে রান দিচ্ছেন তাতে অর্শদীপকে কেন খেলাচ্ছে না টিম ম্যানেজমেন্ট সেই প্রশ্ন উঠছে। 

এদিকে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে আসবে না বলে চিঠি দিয়েছিল বিসিবি। বাংলাদেশের এই যুক্তিকে পাত্তাই দিল না আইসিসি। আইসিসি জানিয়েছে, টি–২০ বিশ্বকাপ বর্তমান সূচি অনুযায়ীই হবে। আইসিসির মতে, নিরাপত্তা সমস্ত টুর্নামেন্টে যেরকম থাকে, ভারতেও সেরকমই থাকবে। তাই অত চিন্তার কিছু নেই। 


এটা ঘটনা, বাংলাদেশের অভিযোগ নিয়ে স্বাধীনভাবে তদন্ত করেছে আইসিসি। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে, বাংলাদেশ ভারতে খেলতে এলে দলের সদস্যদের সুরক্ষা সংক্রান্ত সমস্যা হবে কিনা। সেই ‘রিস্ক অ্যাসেসমেন্টে’র পর জানা গিয়েছে, ভারতে খেলতে সমস্যা হবে না বাংলাদেশের। কলকাতা এবং মুম্বইয়ে লিটন দাসদের ম্যাচ রাখা হয়েছে। সেখানে নিরাপত্তা নিয়ে ঝুঁকির পরিমাণ ‘লো টু মডারেট’। অর্থাৎ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা খুব কম থেকে মাঝারি। বিরাট কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।