আজকাল ওয়েবডেস্ক: স্থগিত হয়ে গেল বিসিসিআইয়ের বৈঠক। ইংল্যান্ড সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বৈঠক করার কথা ছিল বোর্ড আধিকারিকদের। আলোচনা হওয়ার কথা ছিল আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে। কিন্তু সেই বৈঠক স্থগিত হয়ে গেল। কিন্তু কী কারণে তা জানা যায়নি।
গুয়াহাটিতে শনিবার এই বৈঠক হওয়ার কথা ছিল। চলতি মাসের শুরুতেই জানা গিয়েছিল বিসিসিআই ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে বৈঠক করবে হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারের সঙ্গে। বৈঠকের মূল বিষয় হত ক্রিকেটারদের চুক্তি ও রোহিত পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে আলোচনা। ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
সেই বৈঠকই হওয়ার কথা ছিল শনিবার গুয়াহাটিতে। কিন্তু অনিবার্য কারণে সেই বৈঠক স্থগিত হয়ে গেল। এদিকে, গৌতম গম্ভীর ভারত ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যেতে চলেছেন। সেখানে করুণ নায়ার সহ বাকি ক্রিকেটারদের পারফরম্যান্স দেখবেন তিনি। সূত্রের খবর, এই সফরের জন্যই সম্ভবত বৈঠক স্থগিত হয়ে গেল। গম্ভীর খেলা দেখে রিপোর্ট দেওয়ার পর সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে বৈঠক হতে পারে।
এদিকে শোনা যাচ্ছে বিরাট, রোহিত, বুমরা ও জাদেজা এ প্লাস ক্যাটেগরিতেই থাকবেন। তবে রোহিতের টেস্ট ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। কিছুদিন আগেই শোনা গিয়েছিল ফর্ম না থাকায় ইংল্যান্ড সফরে নাও যেতে পারেন রোহিত। আর শ্রেয়স আইয়ারকে চুক্তির অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে ঈষান কিষানকে হয়ত চুক্তির বাইরেই রাখা হবে।
