আজকাল ওয়েবডেস্ক: ইডেনে চলছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। তারই মধ্যে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্নেহাশিস গাঙ্গুলি। সোমবার রাতে বেশ কয়েকবার বমি হয়। সঙ্গে পেটের সমস্যা এবং পেটে ব্যথা। তাই কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দক্ষিণ কলকাতার একটি প্রখ্যাত বেসরকারি হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে আছেন তিনি। তবে চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতি স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগজনিত কোনও সমস্যা নয়। সূত্রের খবর অনুযায়ী, গ্যাস্ট্রোএন্টারাইটিসে ভুগছেন সিএবি সভাপতি। তবে এখন ভাল আছেন। অ্যান্টিবায়োটিক্স‌ এবং আইভি ফ্লুইড চলছে। 

স্নেহাশিসের অসুস্থতায় স্বভাবতই উদ্বিগ্ন গাঙ্গুলি পরিবার। মঙ্গলবার সন্ধেয় দাদাকে হাসপাতালে দেখতে যেতে পারেন সৌরভ। ময়দানে ছড়িয়ে পড়েছে স্নেহাশিস গাঙ্গুলির অসুস্থতার খবর। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে। সময়টা ভাল যাচ্ছে না সিএবি সভাপতির। কয়েকদিন আগে পুরীতে দুর্ঘটনার কবলে পড়েন সস্ত্রীক স্নেহাশিস। সমুদ্রে স্পিড বোট উল্টে যায়। ভেসে যাচ্ছিলেন দু'জনই। কোনওরকমে প্রাণে বাঁচেন। তার কয়েকদিনের মধ্যেই আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। প্রসঙ্গত, বাংলার ক্রিকেটে সৌরভের অবদান অনেক বেশি হলেও, স্নেহাশিস বড় মাপের ক্রিকেটার ছিলেন। পরবর্তীকালে প্রশাসক হিসেবে তিনি যথেষ্ট সফল। বাংলা থেকে তরুণ প্রতিভা তুলে আনায় জোর দেন। তাঁরই মস্তিষ্কপ্রসূত বেঙ্গল প্রিমিয়ার লিগ। যা এইবছর দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। ঠিক এক সপ্তাহ আগেই ইডেনে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়। ক্রিকেটের নন্দনকানন মাতান সুনিধি চৌহান।