আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির আবহে বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় সংস্করণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সিএবি। এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত সমস্ত ইভেন্টও পিছিয়ে দেওয়া হল। পুরো পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী সংশোধিত সময়সূচি এবং ভেন্যু জানিয়ে দেওয়া হবে। সিএবির একটি বিবৃতিতে বলে হয়েছে, 'এই কঠিন সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেশের সঙ্গে আছে। সেনাবাহিনীকে কুর্নিশ জানায় সিএবি। অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিহানার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করা হয়েছে। যা ভারতীয়দের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। ক্রিকেট জাতীয় প্যাশন হলেও, দেশের ঊর্ধ্বে নয়। ক্রিকেট সবসময় সবাইকে একত্রিত করে, কিন্তু এই কঠিন সময়, আমাদের প্রধান কর্তব্য দেশের জন্য।' 

আইপিএল শেষ হলেই শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের। এবারের লিগকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে চেয়েছিল সিএবি। গত বছর একই সঙ্গে চলে ছেলেদের এবং মেয়েদের ম্যাচ। কিন্তু এবার সুচিতে পরিবর্তন করা হয়। প্রথমে ছিল মেয়েদের টুর্নামেন্ট। সেটা শেষ হলে শুরু হওয়ার কথা ছিল ছেলেদের ম্যাচ। ১৬ মে থেকে ৪ জুন হওয়ার কথা ছিল মেয়েদের লিগ। সেদিনই শুরু হওয়ার কথা ছিল ছেলেদের টুর্নামেন্ট। ২১ জুন ছিল ফাইনাল। এবারও আট দলের লিগ। কিন্তু বর্তমান পরিস্থিতির বিচারে সবটাই পিছিয়ে গেল।