আজকাল ওয়েবডেস্ক: বেকহ্যাম পরিবারের কেলেঙ্কারি আবার প্রকাশ্যে। এবার ভিক্টোরিয়া বেকহ্যামের কীর্তি ফাঁস করলেন ব্রুকলিন। মা-বাবার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে বেকহ্যামের বড় ছেলের। কিন্তু এতদিন তার কারণ জানা যায়নি। এবার নিজেই তার খোলসা করলেন। বিশেষ করে তাঁর বাবা এবং মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে নিজের পরিবারকে ব্লক করেন ব্রুকলিন। ছেলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করেন বেকহ্যাম দম্পতি। কেন সেটা সম্ভব নয়, এবার সেটা জানালেন ব্রুকলিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে মনে হচ্ছে, দুই পক্ষের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে গিয়েছে, সেটা মেটানো আর সম্ভব নয়। দাবি করেন, ব্যক্তিগত সম্পর্কের থেকে সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেয় বেকহ্যাম পরিবার। 

ব্রুকলিন বলেন, 'সারা জীবন আমাদের পরিবার নিয়ে মিডিয়া ভুল তথ্য দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট, পারিবারিক ইভেন্ট, আপেক্ষিক সম্পর্কগুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে।' ব্রুকলিন দাবি করেন, তাঁর পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করার পর মানসিকভাবে তিনি ভাল আছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বিয়ের কথাও তুলে ধরেন। ২০২২ সালে পাম বিচে নিকোলা পেলটজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্রুকলিন। সেই থেকেই সমস্যার সূত্রপাত। সেদিনের বেশ কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। তাতে সিলমোহর দেন বেকহ্যামের বড় ছেলে। দাবি, শেষ মিনিটে নিকোলার বিয়ের গাউন তৈরি আটকে দেন ভিক্টোরিয়া। যার ফলে পরিবর্ত পোশাক বাছতে হয় তাঁকে। এর থেকেও বড় অভিযোগ আনেন। জানান, নিকোলার সঙ্গে তাঁর প্রথম নাচেও ব্যাঘাত ঘটান তাঁর মা। একইসঙ্গে দাবি করেন, ৫০০ গেস্টের সামনে অনুপযুক্তভাবে তাঁর সঙ্গে নাচ করেন ভিক্টোরিয়া। যা তাঁকে লজ্জায় ফেলে দেয়।

সম্পর্কে আরও অবনতি ঘটে ২০২৫ সালে। বেকহ্যামের ৫০তম জন্মদিন এবং নাইটহুড উদযাপন করার জন্য একটি পার্টি রাখেন বেকহ্যাম। কিন্তু সেই অনুষ্ঠানের ফটোফ্রেমে নেই ব্রুকলিন। তিনি জানান, বাবার ৫০তম জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত থাকতে লন্ডন উড়ে গিয়েছিলেন তিনি এবং নিকোলা। কিন্তু এক সপ্তাহ নিজেদের হোটেল ঘরেই কাটাতে হয়। দাবি করেন, পার্টির আগে তাঁদের সঙ্গে দেখা করেননি বেকহ্যাম। শেষপর্যন্ত ছেলের সঙ্গে দেখা করতে রাজি হন ডেভিড। কিন্তু তাতেও শর্ত রাখেন। বলেন, নিয়ে আসা যাবে না নিকোলাকে। তারপরই বেকহ্যাম পরিবারকে ব্লক করে দেন ব্রুকলিন। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এবং আমার স্ত্রী সবসময় প্রচারমাধ্যমের আলোয় থাকতে চাই না। মিডিয়া, প্রতারণা থেকে দূরে থাকতে চাই। আমরা নিজেদের জন্য এবং ভবিষ্যতের পরিবারের জন্য শুধুমাত্র সুখ-শান্তি চাই।' নিজের মা, বাবা সম্বন্ধে এই মারাত্মক অভিযোগ আনলেও, এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি ডেভিড এবং ভিক্টোরিয়া।