আজকাল ওয়েবডেস্ক: রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। মহিলাদের আইপিএলেও তাই হল। হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড ভেঙে দিল স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স। 

কী সেই রেকর্ড? হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স এর আগে টানা পাঁচটি ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল। 

স্মৃতি মান্ধানার দল টানা ছ'টি ম্যাচ জিতে সেই রেকর্ড ভেঙে দিল। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রান করেছিল।  সেই রান তাড়া করতে নেমে গুজরাট জায়ান্টসের প্রতিরোধ থেমে যায় ৮ উইকেটে ১১৭ রানে। 

শুরুতেই আরসিবি ওপেনার গ্রেস হ্যারিস ফিরে যান ১ রানে। তিন নম্বরে ব্যাট করতে নামা জর্জিয়া ভলও মাত্র ১ রান করে ফিরে যান ডাগ আউটে। অধিনায়ক স্মৃতি মান্ধানা ২৩ বলে ২৬ রান করেন। আরসিবির ইনিংসে সর্বোচ্চ রান করেন গৌতমী নায়েক। তিনি ৫৫ বলে ৭৩ রান করেন। 

রান তাড়া করতে নেমে গুজরাট জায়ান্টসের ব্যাটাররা এলেন আর গেলেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কেবল অ্যাশলে গার্ডনার। ৪৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। তবুও দলের হার এড়াতে পারলেন না। 

চলতি মরশুমে টানা পাঁচটা ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে স্মৃতির বেঙ্গালুরু। এই হাফ ডজন জয়ের মধ্যে রয়েছে গতবারের শেষ ম্যাচে একটি জয় এবং এবারের মরশুমে টানা পাঁচটি জয়। 

হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স টানা দু' বার পরপর পাঁচটি ম্যাচ জিতেছিল। স্মৃতির আরসিবিও টানা পাঁচটি ম্যাচে আগেও জিতেছিল। এবার সবাইকে ছাপিয়ে টানা ছ'টি ম্যাচ জিতে নতুন এক ইতিহাস তৈরি করল স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

মাঠের বাইরের ব্যক্তিগত জীবনের ঘটনাপ্রবাহ প্রভাব ফেলছে না স্মৃতির খেলোয়াড়জীবনে। তিনি দুরন্ত নেতৃত্ব দিচ্ছেন দলকে। তাঁর দলও অপরাজিত মহিলাদের আইপিএলে।