আজকাল ওয়েবডেস্ক: টি-২০ দলে ফেরার জন্য প্রস্তুত হার্দিক পাণ্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ফিরবেন তারকা অলরাউন্ডার। বুধবার থেকে শুরু সিরিজ। গতবছর এশিয়া কাপে চোট পেয়ে ছিটকে যান হার্দিক। তারপর থেকে মাঠের বাইরে ছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ মিস করেন। এবার প্রত্যাবর্তনের জন্য সম্পূর্ণ তৈরি। প্রথম টি-২০ ম্যাচের আগে নেট সেশন থেকে একটি ভিডিও পোস্ট করে বিসিসিআই। সেখানে খোশমেজাজে পাওয়া যায় হার্দিককে। পাওয়ার হিটিং দিয়ে সতীর্থ এবং গৌতম গম্ভীরের মনোরঞ্জন করেন তারকা অলরাউন্ডার। 

নিজেদের এক্স হ্যান্ডেলে যে ভিডিও পোস্ট করেছে বিসিসিআই, সেখানে দর্শকদের সরে যেতে বলতে দেখা যায় হার্দিককে। কারণ বড় শট খেলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এমন দেখে গম্ভীর জিজ্ঞেস করেন, 'তুমি কোনদিকে মারতে চাইছো? নর্থ উইং? তার উত্তরে হার্দিক বলেন, 'প্রথম টায়ারে।' কিন্তু কথা রাখেননি ভারতীয় অলরাউন্ডার। প্রথম নয়, দ্বিতীয় টায়ারেই বল ফেলেন। যা দেখে হতবম্ব সূর্যকুমার যাদব। বলেন, 'আরে, দ্বিতীয় টায়ারে মেরে দিয়েছো?' হেড কোচ, অধিনায়ক এবং তারকা অলরাউন্ডারের মধ্যে কথোপকথন থেকে স্পষ্ট, ড্রেসিংরুমের পরিবেশ যথেষ্ট হালকা। একদিনের সিরিজ হরের প্রভাব পড়েনি। এই সিরিজে ফিরছেন যশপ্রীত বুমরাও। হার্দিকের প্রত্যাবর্তন টি-২০ দলে ভারসাম্য নিয়ে আসবে। তার অলরাউন্ড দক্ষতার জন্য আরও একজন বাড়তি স্পেশালিস্ট প্লেয়ারকে খেলাতে পারবে টিম ম্যানেজমেন্ট। 

দীর্ঘদিন ফর্মের ধারেকাছে নেই সূর্য। দেশের জার্সিতে শেষ কবে অর্ধশতরান করেছেন, মনে করা দায়। স্কাইয়ের নেতৃত্বে ভারত জিতলেও, ব্যাটে খরা চলছে। নিউজিল্যান্ড সিরিজে ফর্মে ফিরতে মরিয়া থাকবেন তিনি। ২০২৪ সালে রোহিতরা টি-২০ বিশ্বকাপ জয়ের পর নেতৃত্বের দায়িত্ব পান সূর্যকুমার। তারপর থেকে সিংহভাগ সাফল্য। ৭২ শতাংশ জয়। যার ফলে একটা দীর্ঘ সময় তাঁর ব্যাটিং ব্যর্থতার ঢেকে যায়। কিন্তু আর রানের খরা ঢেকে রাখতে পারছেন না স্কাই। সম্ভবত অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ টি-২০ বিশ্বকাপ।