আজকাল ওয়েবডেস্ক: নরওয়ের স্টাভেঙ্গারে দাবার বোর্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আবেগ। 

বিশ্বচ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশের কাছে জীবনের অন্যতম বেদনাদায়ক পরাজয়ের পর নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থানে থাকা ম্যাগনাস কার্লসেন। জেতা ম্যাচ হেরে গিয়ে হতাশা প্রকাশ করলেন টেবিলে ঘুষি মেরে। নরওয়ে চেস টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে বেশিরভাগ সময় ম্যাচে আধিপত্য বজায় রেখেছিলেন কার্লসেন। 

কার্লসেনের সেই ঘুসি মারার ঘটনা আবার তুলে ধরলেন বলিউড তারকা আমির খান। অবিকল সেই একই ভঙ্গিতে তিনি টেবিলে ঘুসি মেরে বসেন। আমিরের সেই সোশ্যাল মিডিয়া পোস্ট নিমেষে ভাইরাল হয়ে যায়।  

 

শেষ মুহূর্তের মারাত্মক ভুলে কার্লসেনকে ছিটকে দিয়েছিল ম্যাচ থেকে। নাটকীয় ভাবে ম্যাচ জিতে নেন গ্র্যান্ডমাস্টার গুকেশ। গুকেশের কাছে এই জয় এক ঐতিহাসিক মুহূর্ত। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Prakhar Gupta (@prakharkepravachan)