আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া শিবির। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অনিশ্চিত ক্যামেরুন গ্রিন। পিঠের চোটের জন্য ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন অজি অলরাউন্ডার। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ দুটো ম্যাচ খেলতে পারবেন না গ্রিন। বুধবার চেস্টার লি স্ট্রিটে তৃতীয় ম্যাচে চোট পান অস্ট্রেলিয়ান। শুক্রবার লর্ডসে চতুর্থ একদিনের ম্যাচ খেলতে পারেননি তিনি। রিহ্যাব করতে দেশে ফিরে যাচ্ছেন গ্রিন। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির আগে সম্পূর্ণ ফিট হতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। 

স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর পিঠের চোট গুরুতর। অস্ট্রেলিয়ায় ফিরে আরও টেস্ট হবে। তারপরই জানা যাবে কবে মাঠে ফিরতে পারবেন গ্রিন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন মুখপাত্র জানান, 'তাঁর চোটের গুরুত্ব এবং প্রত্যাবর্তনের সময় জানা যাবে না যতক্ষণ না গ্রিন পারথে ফিরে আরও পরীক্ষা করাচ্ছে।' তৃতীয় ম্যাচের পর পিঠের ব্যথার কথা জানান তারকা ক্রিকেটার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য হেডিংলিতে দ্বিতীয় ম্যাচে দলে রাখা হয়নি তাঁকে। তার আগে ছয় ম্যাচেই বল করেন গ্রিন। এর আগেও পিঠে চোট পেয়েছিলেন। লোয়ার ব্যাকে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য ২০১৯-২০ মরশুমে বল করা বারণ ছিল তাঁর। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে এখনও প্রায় দু'মাস বাকি। ২২ নভেম্বর পারথে প্রথম টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মাঠে ফিরতে পারে কিনা সেটাই দেখার।