আজকাল ওয়েবডেস্ক:‌ মানোলো মার্কুয়েস জাতীয় ফুটবল দলের কোচ হতেই ফেডারেশনের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রসঙ্গত, শনিবার বিকেলে মানোলোর নাম কোচ হিসেবে ঘোষণা করা হয়। চলতি মরশুমে মানোলো একই সঙ্গে এফসি গোয়াকে কোচিং করানোর পাশাপাশি জাতীয় দলকেও দেখবেন। পরের মরশুম থেকে পুরোপুরি জাতীয় দলের দায়িত্বে। এই ঘটনা ভারতীয় ফুটবলে নজিরবিহীন। তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছে। এদিকে, মানোলো কোচ হতেই বিতর্ক বাড়িয়ে টেকনিক্যাল কমিটি থেকে সরে গিয়েছেন বাইচুং। প্রাক্তন ফুটবলারের দাবি, তাঁকে কিছু না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইচুংয়ের ক্ষোভ মূলত ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের উপর।



বাইচুং সরাসরি বলেছেন, ‘‌কার্যকরী সমিতিতে একটি পদে বাংলার কাউকে চাওয়া হয়েছিল। কিন্তু প্রেসিডেন্ট নিজের পছন্দের লোক বসিয়ে দিয়েছেন। কোচ বাছার আগে একবারও জানাননি।’‌ প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদের লড়াইয়ে কল্যাণের কাছেই হেরেছিলেন বাইচুং। 



এই মুহূর্তে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির প্রধান আই এম বিজয়ন। বাইচুং এই পদে ছিলেন ২০১৩ থেকে ১৭ অবধি। তারপর শুধুই সদস্য। সেই বাইচুং বলেছেন, ‘‌কোচ বাছাইয়ের কাজটা টেকনিক্যাল কমিটিই করে। কিন্তু এবার সেই কমিটির কোচ বাছাই নিয়ে একটিও মিটিং হয়নি। যদি টেকনিক্যাল কমিটিকে বাদ দিয়েই কোচ বাছাই হয়, তাহলে এই কমিটিকে থেকে কোনও লাভ নেই। সেই কারণেই সরে গেলাম।’‌