আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ময়দানে পাতা ঝরার গান! অকালেই চলে গেলেন উদ্দালক আহমেদ নামের এক প্রতিশ্রুতিমান ক্রিকেটারখেলায় যেমন ভাল ছিলেন, লেখাপড়াতেও ভাল। কিন্তু ১৯ বছর বয়সেই থেমে গেল জীবন। তাঁর পরিচিতরা বিলাপের সুরে বলছেন, এটা কি চলে যাওয়ার বয়স!

সিএবি-র ক্লাব ক্রিকেটে তিনি পরিচিত। অনূর্ধ্ব ১৮-য় খেলেছেন। খেলেছেন ওয়াইএমসিএ-র হয়ে। অলরাউন্ডার ছিলেন। বড় অলরাউন্ডার হওয়ার স্বপ্ন চোখে ঘোরাফেরা করত। কিন্তু সব স্বপ্ন যে মানুষের শেষ হয় না। উদ্দালকের স্বপ্নগুলোও সফল হল না। জীবনের দৌড় যে থেমে গেল খুব অল্প বয়সেই।

পড়াশোনাতেও উদ্দালক ছিলেন বেশ ভাল। আইসিএসই-তে ৯৬.২ শতাংশ নম্বর পেয়েছিলেন। ক্রিকেট মাঠেও ধীরে ধীরে শাখাপ্রশাখা মেলে দিচ্ছিলেন। বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালের ছাত্র ছিলেন উদ্দালককসবায় বাড়ি। শিক্ষিত পরিবারের ছেলে উদ্দালক। বাবা অধ্যাপক। মা স্কুলের প্রধান শিক্ষিকা।

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন উদ্দালক। সেটি ম্যালিগন্যান্ট। ক্যান্সারের একেবারে শেষ পর্যায়। সব জেনে শুনেও লড়াই চালিয়ে যান উদ্দালকের মা-বাবা। কেমোথেরাপি চলে, মুম্বইয়ের টাটা মেডিক্যাল ক্যান্সার ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল উদ্দালককে। কিন্তু আর পারলেন না। হেরে গেলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন কলকাতা ময়দান