আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির মতো ফিট থাকতে চাইতেন। ফিট থাকার জন্য জিম করতেন। কিন্তু জিম করতে গিয়েই যে বেঘোরে প্রাণ যাবে, তা কি কেউ জানতেন! বাংলার উঠতি ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের মৃত্য়ু নিয়ে রীতিমতো চর্চা। প্রশ্ন উঠছে শরীরচর্চাই কি শেষমেশ কাল হয়ে দাঁড়াল!
চিকিৎসকেরা বলছেন, শুনতে অস্বাভাবিক লাগলেও, এমন মর্মান্তিক ঘটনা প্রায়শই ঘটছে। ফুল ফোটার আগেই ঝরে যাওয়ার পিছনে কি কারণ কোভিড? কোভিডের জন্যই অল্প বয়সে হার্টের অসুখ বেড়ে যাচ্ছে?
অকালেই বাংলার ক্রিকেটারের জীবনদীপ নিভে যাওয়ায় নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। মাত্র ২২ বছর বয়স হয়েছিল প্রিয়জিতের। ২২ কি চলে যাওয়ার মতো কোনও বয়স!
শুক্রবার জিম করার সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন উঠতি ক্রিকেটার প্রিয়জিৎ । হৃদরোগে আক্রান্ত হন তিনি। লুটিয়ে পড়েন মাটিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন প্রিয়জিৎ ঘোষ। বোলপুর মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নিদান দিয়ে দেন। মৃত বলে ঘোষণা করা হয়।

উঠতি ক্রিকেটারের পারিবারিক সূত্রে খবর, বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকার স্থানীয় এক জিমে তিনি প্রতিদিন সকালে শরীরচর্চা করতেন। শারীরিক দিক থেকে তরতাজা এবং ফিট থাকাই ছিল তাঁর লক্ষ্য। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি গিয়েছিলেন জিমে। সেখানেই মর্মান্তিক পরিণতি হয় তাঁর। প্রিয়জিতের বাড়ি জামবুনিতে।
প্রিয়জিতের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিস্মিত অনেকে। বন্ধুমহলে, ক্রিকেটমহলে নেমে আসে শোকের ছায়া। প্রিয়জিতকে যাঁরা চিনতেন, তাঁরা শোকে ভেঙে পড়েন। তাঁদের বিশ্বাসই হচ্ছে না এই বয়সে তরতাজা এক ক্রিকেটারের জীবন চলে যাবে!
জেলা থেকেই শুরু হয়েছিল প্রিয়জিতের ক্রিকেট পরিক্রমা। ২০১৮-১৯ মরশুমে সিএবি আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন প্রিয়জিৎ। ২০১৮-১৯ মরসুমের এই পারফরম্যান্সের জন্য সিএবি তাঁকে পুরস্কৃত করেছিল। সেই মেডেল তাঁর ঘরে রয়েছে।
তিনি স্বপ্ন দেখতেন বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন। ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করে তিনি নির্বাচকদের দরজায় কড়া নাড়বেন। শয়নে, স্বপনে এবং জাগরনে ছিল ক্রিকেট। বাড়িতে রয়ে গিয়েছে তাঁর পদক, তাঁর পুরস্কার। ক্রিকেটকিটও আছে একইভাবে। কিন্তু খেলার মানুষটাই যে আর নেই। একজন উঠতি ক্রিকেটারের কেরিয়ার শাখাপ্রশাখা বিস্তার করার আগেই শেষ হয়ে গেল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার ক্রিকেটমহল।
আরও পড়ুন: কেন রেগে গেলেন রুট! এমন কি বলেছিলেন প্রসিধ জেনে নিন
