আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ও একদিনের অধিনায়ক এখন তিনি। হয়ত আগামীদিনে সব ঘরানাতেই তিনিই অধিনায়ক হবেন। ইতিমধ্যেই টি২০ দলের সহ অধিনায়কও করে দেওয়া হয়েছে গিলকে। এর অর্থ পরিস্কার। আগামীদিনে তিন ঘরানাতেই শুভমান গিলকে দেখা যাবে অধিনায়ক হিসেবে। আপাতত টিম ইন্ডিয়ার টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
চলতি বছরেই টেস্টের অধিনায়ক করা হয়েছে গিলকে। ইংল্যান্ড সিরিজের আগে। এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন নির্বাচক সলিল আঙ্কোলা জানিয়েছেন, ২০২৩ এর শুরু থেকেই গিলের নাম পরবর্তী অধিনায়ক হিসেবে মাথায় ছিল তাঁদের। প্রসঙ্গত, ২০২৩ সালেই টি–টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয় গিলের। একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় ২০১৯ সালে। টেস্ট অভিষেক ২০২০ সালে।
এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে আঙ্কোলা জানিয়েছেন, ‘২০২৩ সাল থেকেই গিলকে পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবতে শুরু করেছিল বোর্ড। তখন থেকেই কোচ, তৎকালীন অধিনায়ক ও সিনিয়রদের সঙ্গে কথাবার্তা শুরু করে বোর্ড। গিলই যে যোগ্যতম এটা আমরা জানতাম।’
এরপরই আঙ্কোলা বলেছেন, ‘এটা সম্মিলিত সিদ্ধান্ত। কারও একার নয়। ভাবুন তো ইংল্যান্ড সিরিজে নেতা গিল কী ব্যাটটাই না করল! ৭৫০ এর উপর রান করল। একে তো অধিনায়কত্বের চাপ। তার উপর ব্যাটিং। সুন্দর সামলালো দুটো বিষয়ই।’
চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজে ফিরেছেন গিল। তবে প্রথম ম্যাচে রান পাননি। আঙ্কোলার মতে, ‘টি–টোয়েন্টি আন্তর্জাতিকেও গিলের ওপেন করা উচিত। আইপিএলে গিলের ব্যাটিং সবাই দেখেছি। দেশের হয়েও সংক্ষিপ্ততম সংস্করণে ওপেন করুক গিল। সেটাই গিলের আদর্শ জায়গা।’
