আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের জাঁকজমক ফাইনাল আয়োজনের জন্য তৈরি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আজই বোর্ডের সব কর্তারা হাজির আহমেদাবাদে। বিশ্বকাপজয়ী দলের অধিনায়করাও উপস্থিত থাকবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু আমন্ত্রণ পেলেন না ২০০৩ বিশ্বকাপে যার হাত ধরে ভারত ফাইনালে উঠেছিল, সেই সৌরভ গাঙ্গুলি। এদিন এমনই শোনা যায়। ২০ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফাইনাল খেলে ভারতীয় দল। কিন্তু সেই দলের অধিনায়ককেই বেমালুম ভুলে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড? তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায়, শুধুমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়কদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। কিন্তু কেন বাদ গেলেন প্রাক্তন বোর্ড সভাপতি? অনন্ত সেই পদের সম্মান রাখতে আমন্ত্রণ জানানো উচিত ছিল সৌরভকে। রজার বিনির আগেই বোর্ড সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলি। সেখানে কীভাবে বাদ পড়লেন? অবশ্য বোর্ড আমন্ত্রণ জানাক, বা না জানাক, রবিবার সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার হিসেবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির থাকবেন সৌরভ। আজ রাতেই আহমেদাবাদে চলে আসার কথা ভারতের প্রাক্তন অধিনায়কের।
