আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড সিরিজে ঋষভ পন্থের চোটের পর নতুন নিয়ম চালু করল বিসিসিআই। একাধিক দিনের ক্রিকেটে চালু হল 'সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট।' সদ্য সমাপ্ত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে চোট-আঘাতের ঘটনার পর এমন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি ক্রিকেটের নিয়মে বদলের ক্ষেত্রে এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন। অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে চতুর্থ এবং পঞ্চম টেস্টে পা ভাঙে ঋষভ পন্থের। কাঁধের হাড় সরে যায় ক্রিস ওকসের। যার ফলে দুই দলকেই একজন প্লেয়ার কম নিয়ে খেলতে হয়। কনকাশন সাবস্টিটিউটের নিয়ম বেশ কিছু বছর ধরেই চলে আসছে। অন্যান্য সিরিয়াস চোটের জন্য পরিবর্তনের নিয়ম ছিল না।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'ম্যাচ চলাকালীন যদি কোনও প্লেয়ার বড় চোট পায়, পরিবর্ত নেওয়া যেতে পারে।' নিয়ম অনুযায়ী, মাঠেই চোট পেতে হবে। তার আওতায় পড়ে হাড় ভাঙা, গভীর ক্ষত এবং হাড় সরে যাওয়া। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানান টিম ইন্ডিয়ার হেড কোচ। গৌতম গম্ভীর বলেন, 'আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। যদি আম্পায়ার এবং রেফারিরা মনে করে কোনও প্লেয়ারের বড় চোট লেগেছে, তাহলে দল কেন তার শাস্তি পাবে? ভাবুন হাড্ডাহাড্ডি টেস্টে এগারোর বিরুদ্ধে দশের লড়াই। তাই পরিবর্ত প্লেয়ারের নিয়ম নিয়ে আমার কোনও সমস্যা নেই।'
গম্ভীরের সঙ্গে সহমত নন বেন স্টোকস। এই পরিবর্তনকে একেবারেই স্বাগত জানাননি। স্টোকস বলেন, 'ইনজুরি পরিবর্তন নিয়ে কথাবার্তা হওয়াই হাস্যকর। চোট খেলার অঙ্গ। প্লেয়ারের নিরাপত্তার জন্য কনকাশন পরিবর্ত ঠিক আছে। তবে এই নতুন নিয়ম অনেক ফাঁকফোকর তৈরি করবে।' বিসিসিআই স্পষ্ট জানিয়ে দেয়, একাধিক দিনের ঘরোয়া টুর্নামেন্টে যেমন সিকে নাইডুতে এই নিয়ম কার্যকরী হবে। কিন্তু সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারেতে হবে না। আইপিএলেও এই নিয়ম কার্যকরী হবে না। আহমেদাবাদে একটি সেমিনারে এই নিয়ম আম্পায়ারদের বুঝিয়ে দেওয়া হয়েছে। বোর্ড জানিয়ে দেয়, এই ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আর আবেদন করা যাবে না। যদিও আইসিসি এখনও এই নিয়ম চালু করেনি। ভারতের ঘরোয়া টুর্নামেন্টে এই নিয়ম চালু হলে, পরবর্তীতে সেটা টেস্টের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়ার সম্ভাবনা থাকবে।
