আজকাল ওয়েবডেস্ক : ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে ভারতের ভরাডুবির পর বিসিসিআই নতুন করে চিন্তাভাবনা করতে চাইছে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের সঙ্গে আগামী ৪ বছরের পরিকল্পনা নিয়ে তারা বৈঠক করল। সাদা বলের ক্রিকেট নিয়ে রোহিত কি ভাবছে তা জানতে চাওয়া হয়। সূত্রের খবর, টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন রোহিত শর্মা। নির্বাচকরা দলে তরুণদের আরও সুযোগ দেওয়ার পক্ষপাতী। তবে একদিনের ক্রিকেটে রোহিতের কেরিয়ার কতটা এগিয়ে যায় সেদিকেও নজর রয়েছে নির্বাচকদের। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকাতে বিশ্বকাপ রয়েছে। তখন রোহিতের বয়স হবে প্রায় ৪০। তবে তার আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সেদিকে বাড়তি নজর দিতে চায় বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত মাত্র ৬ টি একদিনের ম্যাচ খেলবে যা নিয়ে মোটেই সন্তুষ্ট নয় বিসিসিআই। আগামী বছরের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই এখন থেকেই সবকিছু পরিকল্পনা করে চলতে চায় বিসিসিআই। টেস্ট ক্রিকেটে শ্রেয়স এবং শুভমান দলে থাকলে রাহানের খানিকটা সুযোগ থাকছে। পরিবর্ত উইকেটরক্ষ হিসাবে কে এল রাহুলের নামও মাথায় রাখছেন নির্বাচকরা।