আজকাল ওয়েবডেস্ক: চলতি সপ্তাহের শেষেই বোর্ড চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম ঘোষণা করবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
যা শোনা যাচ্ছে, ২০২৫–২৬ এর সেন্ট্রাল কন্ট্রাক্টে রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা এ প্লাস গ্রেডেই থাকছেন। দেশের হয়ে সাধারণত তিন ঘরানার ক্রিকেট খেললে তবেই এ প্লাস গ্রেডে থাকা যায়। কিন্তু বিরাট ও রোহিত আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। কিন্তু সূত্রের খবর, বুমরার সঙ্গে এই দুই ক্রিকেটারও এ প্লাস গ্রেডেই রয়ে যাবেন।
সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর নতুন করে কোনও কোনও ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হতে পারে। সূত্রের খবর, ভাল পারফরম্যান্সের জন্য শ্রেয়স আইয়ারকে ফের বোর্ড চুক্তির আওতায় আনতে পারে। বোর্ডের কথা অনুযায়ী ঘরোয়া ক্রিকেট না খেলায় গতবার আইয়ারকে চুক্তির আওতায় রাখা হয়নি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পর আইয়ারকে চুক্তির আওতায় আনা হচ্ছে। তবে ঈষান কিষান হয়ত এবারও চুক্তির বাইরেই থাকবেন।
বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তালিকা তৈরি হয়েই গিয়েছে। দু’একদিনের মধ্যে ঘোষণা করা হবে। ইংল্যান্ড সিরিজের পরও একটা তালিকা তৈরি হবে। যেখানে টেস্টে ভাল খেলা ক্রিকেটারদের গ্রেড পরিবর্তন হতে পারে। আবার নতুন কাউকে চুক্তির তালিকায় আনাও হতে পারে।
বোর্ডের ওই সূত্র আরও জানিয়েছে, এ প্লাস গ্রেডে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে ইংল্যান্ড সিরিজের পর কিছু বদল হতে পারে।
প্রসঙ্গত, ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ জুন থেকে। পাঁচ টেস্টের সিরিজের পর ভারত যাবে বাংলাদেশে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে।
