আজকাল ওয়েবডেস্ক:‌ মুস্তাফিজুর রহমানকে কোনওভাবেই দলে রাখা যাবে না। কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান অবশেষে স্পষ্ট করল বিসিসিআই। সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। বদলে অন্য কোনও প্লেয়ারকে চাইলে তারা নিতে পারে।


এটা ঘটনা, ভারত–বাংলাদেশ বর্তমান টানাপোড়েনের প্রভাব এবার আইপিএলেও পড়ল। আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল কেকেআর কর্তৃপক্ষ। 


এটা ঘটনা, আইপিএলের অন্যতম সফল বোলার মুস্তাফিজুর। বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করতে পারেন। সে কথা মাথায় রেখেই দলের বোলিং শক্তিশালী করার জন্য মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কেকেআর কর্তৃপক্ষ। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের পর তাঁকে আর খেলাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। পরিবর্তে অবশ্য অন্য কাউকে সই করানোর সুযোগ থাকছে কেকেআর কর্তৃপক্ষের কাছে। বিদেশি ক্রিকেটারও নিতে পারবে কেকেআর।


প্রসঙ্গত, বিসিসিআইয়ের এক সূত্র প্রাথমিকভাবে জানিয়েছিল, বিষয়টা বোর্ডের হাতে নেই। কারণ বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে না, সে বিষয়ে সরকারের তরফ থেকে কোনও নির্দেশিকা আসেনি। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি ছিলেন মুস্তাফিজুরই। এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বোর্ড। দেবজিৎ সইকিয়া স্পষ্ট বলেছেন, ‘‌সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে যদি তারা কোনও বিকল্প প্লেয়ার চায়, তাহলে সেক্ষেত্রে বোর্ড সেটার অনুমতি দেবে।’‌ 


২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক আর নেই। ২০০৯ সাল থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের আর আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিসিআই। এবার বাংলাদেশের ক্রিকেটারকেও আইপিএলে খেলাতে বারণ করে দিল বিসিসিআই। 


বিভিন্ন মহল থেকে বিসিসিআইয়ের উপর চাপ আসছিল। মুস্তাফিজুরকে যেন না খেলানো হয় আইপিএলে। চাপের মুখে শুক্রবার প্রথম প্রতিক্রিয়া দিয়েছিল বিসিসিআই। বোর্ডের এক কর্তা সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিষয়টি আমাদের হাতে নেই। বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল খেলতে পারবেন না, এমন কোনও নির্দেশ কেন্দ্রীয় সরকার আমাদের দেয়নি। তাই এই বিষয় নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।’ কিন্তু শনিবার সকালেই বিসিসিআই মুস্তাফিজুরকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। কেকেআরকে জানিয়ে দেওয়া হল, মুস্তাফিজুরকে খেলানো যাবে না আইপিএলে। ছেড়ে দিতে হবে।