আজকাল ওয়েবডেস্ক: আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের পর আচমকাই অশ্বিন ঘোষণা করে দেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলবেন না।
প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফিতে পারথ টেস্টে অশ্বিন সুযোগ পাননি। এডিলেডে পিঙ্ক বল টেস্টে সুযোগ পান। কিন্তু নিয়েছিলেন এক উইকেট। এরপর ব্রিসবেনে প্রথম একাদশে জায়গা হয়নি। এরপরই অশ্বিনের অবসরের সিদ্ধান্ত।
যা একেবারেই মেনে নিতে পারেনি বিসিসিআই। এমনকী প্রাক্তন ক্রিকেটাররাও বেশ বিরক্ত। এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন অফ স্পিনার সুনীল যোশী বলেছেন, ‘দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে এমন কী হল যে অশ্বিন একেবারে অবসরই নিয়ে নিল। তবে অশ্বিনের সিদ্ধান্তকে আমি সম্মান করি। এটা ঘটনা ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি অশ্বিন। টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট অশ্বিনেরই দখলে। অশ্বিন কেন আচমকা অবসর নিল এ বিষয়ে বোর্ড, নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের জবাবদিহি করা উচিত।’
সদ্য সমাপ্ত বর্ডার গাভাসকার ট্রফিতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন বুমরা। নিয়েছেন ৩২ উইকেট। আর সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা ও নীতীশ রেড্ডিরা মিলে নিয়েছেন ৪০ উইকেট। প্রশ্ন উঠেছে, পেসারদের কী খামতি রয়েছে দেশে? যোশী বলেছেন, ‘এখানে চিন্তার কিছু নেই। তবে একজন বাঁহাতি পেসার দরকার। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা ইংল্যান্ডের মতো দলগুলি বাঁহাতি পেসারদের বিরুদ্ধে খেলতে অতটা স্বাচ্ছ্যন্দ বোধ করে না। এক্ষেত্রে বলব যশ দয়াল ও খলিল আহমেদকে ভারতের খেলানো উচিত।’
