আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মেয়েদের টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দলে কোনও চমক নেই। নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। তাঁর ডেপুটি স্মৃতি মন্ধানা। টপ অর্ডারের ব্যাটার এবং উইকেটকিপার যস্তিকা ভাটিয়া এবং স্পিন অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিলকেও দলে রাখা হয়েছে। তবে তাঁদের ফিটনেসের ওপর নির্ভর করবে। ১৫ জনের দলে বাংলা থেকে রয়েছেন একমাত্র রিচা ঘোষ। উইকেটের পেছনে দেখা যাবে শিলিগুড়ির মেয়েকে। বিশ্বকাপের দলে সুযোগ পাননি তিতাস সাধু। বাদ পড়েন বাংলার এই পেসার। কোমরে চোট ছিল তিতাসের। হয়তো ফিটনেসের কারণেই বাদ পড়েছেন চুঁচুড়ার ক্রিকেটার।
আগে ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। এবার রয়েছে ট্রফির হাতছানি। টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-তে রয়েছে ভারত। একই গ্রুপে আগে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ৪ অক্টোবর দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রীতদের বিশ্বকাপ অভিযান শুরু। ৬ অক্টোবর দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ। ৯ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। এই ম্যাচটিও দুবাইয়ে। ১৩ অক্টোবর শারজায় ভারত-অস্ট্রেলিয়া। প্রথমে মেয়েদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের অস্থিরতার জন্য বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। দুবাই এবং শারজায় হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপ শুরু। ফাইনাল ২০ অক্টোবর।
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল:
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালন হেমলতা, আশা সোবহানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সাজানা সাজীবন।
