আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে বরোদায় ডিসেম্বরের ২২ থেকে ২৭-এর মধ্যে হবে ম্যাচগুলো।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হবে নতুন বছরে। জানুয়ারির ১০ থেকে ১৫-র মধ্যে রাজকোটে হবে খেলাগুলো। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ আইসিসি-র মহিলাদের চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা মোটেও ভাল যায়নি ভারতের। সেমিফাইনালে পৌঁছতে পারেনি হরমনপ্রীতের দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে ভারত। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারালেও অস্ট্রেলিয়ার কাছে হারের পর টুর্নামেন্টের নক আউটে যাওয়ার আশা শেষ হয়ে যায় ভারতের মহিলা দলের।
বিশ্বকাপে হারের ধাক্কা ভুলে ভারত কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে বেশ ভাল খেলেছে। কিউয়িদের ১-২-এ হারায় ভারতের মহিলা দল। প্রথম ম্যাচটি ৫৯ রানে জেতার পরে, দ্বিতীয় ম্যাচ ৭৬ রানে হার মানে। সিরিজ নির্ণায়ক ম্যাচে স্মৃতি মান্ধানার সেঞ্চুরি ও হরমনপ্রীতের পঞ্চাশে ভর করে ভারত ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়।
