আজকাল ওয়েবডেস্ক: ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন রোহিত শর্মা। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজে দুই তারকা ক্রিকেটার একেবারেই ছন্দে ছিলেন না। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে শতরান পান বিরাট কোহলি। যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দেন। তাতে আরও চাপ বাড়ে রোহিতের ওপর। হারানো ফর্ম ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। মঙ্গলবার ডবল শিফটে প্র্যাকটিস করেন। প্রায় চার ঘণ্টা নেটে কাটান ভারত অধিনায়ক। বুধবার অ্যাডিলেড ওভালের নেটে 'ব্যাটেল অফ গোটস' দেখায় সৌভাগ্য হয় ভারতীয় সমর্থকদের। নেটে যশপ্রীত বুমরার বিরুদ্ধে ব্যাট করতে দেখা যায় রোহিতকে। যথেষ্ট ভালভাবেই তারকা পেসারের ক্ষুরধার বোলিংয়ের মোকাবিলা করেন ভারত অধিনায়ক। রোহিতের পাশাপাশি নেটে গা ঘামাতে দেখা যায় বিরাট কোহলি এবং যশস্বী জয়েসওয়ালকে।
দিন রাতের টেস্টে হাতেখড়ি হতে চলেছে কেএল রাহুলের। গোলাপী কুকাবুরা বলের বেশ কয়েকটা বৈশিষ্ট্য নজরে পড়েছে তাঁর। প্র্যাকটিসে তার সঙ্গে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন ভারতীয় ব্যাটাররা। কেএল রাহুল বলেন, 'লাল বলের থেকে গোলাপী বল শক্ত। ফিল্ডিংয়ের সময়ও সেটা বোঝা যায়। ব্যাটিংয়ের ক্ষেত্রেও তাই। লাল বলের তুলনায় অনেক তাড়াতাড়ি ব্যাটে আসে। সিম মুভমেন্টও বেশি। এটাই চ্যালেঞ্জ। আমার প্রথম গোলাপী বলের টেস্ট। খোলা মনে নামব। তারপর দেখব কী হয়।' গোলাপী বলের সমস্যার কথাও উল্লেখ করেন রাহুল। জানান, বল ডেলিভারির সময় দেখতে অসুবিধা হয় ব্যাটারদের। এই প্রসঙ্গে রাহুল বলেন, 'গোলাপী বল থেকে ফাস্ট বোলাররা সাহায্য পাবে। যেমন পারথে প্রথমদিন হয়েছিল।' চার বছর আগে অ্যাডিলেডে দিন রাতের টেস্টেই ভরাডুবি হয়েছিল। ৩৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। এবার তাই বাড়তি সতর্ক টিম ইন্ডিয়া।
