আজকাল ওয়েবডেস্ক: ইউরোপের নামী ফুটবলারদের নতুন ঠিকানা এখন সৌদি আরব। বিশাল অর্থের প্রস্তাব দিয়ে তারকা ফুটবলারদের কিনে নিচ্ছে সৌদির ক্লাবগুলো। ফুটবলারদের সৌদি আরব যাওয়া আটকাতে এবার অভিনব পন্থা গ্রহণ করল বার্সেলোনা।
পেদ্রির সঙ্গে নতুন চুক্তি করতে গিয়ে অভিনব কৌশল সামনে এনেছে বার্সা। যার নাম দেওয়া হয়েছে অ্যান্টি সৌদি ক্লজ।
পেদ্রির সৌদি আরব যাওয়া আটকানোর জন্যই এই নিয়ম বার্সেলোনার। পেদ্রির সঙ্গে নতুন চুক্তিতে বার্সা রিলিজ ক্লজ রেখেছে ১০০ কোটি পাউন্ড। অর্থাৎ কোনও ক্লাব যদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পেদ্রিকে কিনতে চায়, তাহলে সংশ্লিষ্ট ক্লাবকে এই অর্থ দিতে হবে।
ফুটবলারদের সৌদি আরব যাওয়া আটকাতেই বার্সেলোনা এই নিয়ম আনল। এর ফলে কোনও ক্লাবের পক্ষেই এই বিশাল অঙ্কের টাকা দিয়ে খেলোয়াড়কে কিনতে পারবে না। বার্সা যোগ করল অ্যান্টি সৌদি ক্লজ। ইউরোপের ক্লাবগুলো কি এবার ফুটবলারদের সৌদি যাওয়া আটকাতে পারবে?
পথটা দেখিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পর একে একে করিম বেনজিমা, সাদিও মানে, ব্রোজোভিচরা সৌদি আরবে চলে যান। সম্প্রতি ভিনিসিয়াস জুনিয়রকে বিশাল অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ভিনি জুনিয়র সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
