আজকাল ওয়েবডেস্ক: লা লিগায় মায়োরকাকে বিধ্বস্ত করল বার্সেলোনা। পাঁচ গোলের মালা পরালেও  বার্সার তারকা লামিনে ইয়ামাল গোল পাননি। তরুণ তারকা গোল না পেলেও কোচ হ্যান্সি ফ্লিকের কাছ ইয়ামালই  নায়ক। চোট সারিয়ে দলে ফেরা ইয়ামলাকেই বড় জয়ের কৃতিত্ব দেন বার্সেলোনা কোচ। 
চোটের জন্য চার সপ্তাহ বাইরে ছিলেন ইয়ামাল। তিনি না থাকায় বার্সা লা লিগায় তিনটি ম্যাচ খেলে পয়েন্ট পায় মাত্র এক। খেলাও বার্সা সুলভ হয়নি। 

চোট সারিয়ে ইয়ামাল দলে ফিরতেই বা্র্সা ফেরে বার্সায়। মায়োরকার ঘরের মাঠে গিয়ে বার্সা বিধ্বস্ত করে প্রতিপক্ষকে। 

ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধেই সমতা  ফেরায় মায়োরকা। দ্বিতীয়া্র্ধে বার্সা ম্যাচ নিয়ে যায় নিজেদের সাজঘরে। রাফিনিয়ার জোড়া গোল, একটি করে গোল করেন ডি' ইয়ং ও পাউ ভিক্টর। 

গোল না পেলেও ইয়ামাল জাদু দেখান। সেই কারণেই তাঁর প্রশংসা করেন ফ্লিক। তিনি বলেন, ''আজকে ইয়ামাল ইতিবাচক আক্রমণ গড়ে তোলে। গোলও পেতেই পারত। দুর্দান্ত খেলেছে ইয়ামাল।'' 

মায়োরকার বিরুদ্ধে নামেননি লেভানডস্কি। ১৫ গোল করে লা লিগায় এখনও সেরা তিনি। কোচ হ্যান্সি ফ্লিক জানান, লেভানডস্কির বিশ্রামের প্রয়োজন ছিল। সেই কারণে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। 

লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট বার্সার। ৪ পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ।