আজকাল ওয়েবডেস্ক: মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক চলছে। এই আবহে বাংলাদেশি আম্পায়ার রয়েছেন ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের দায়িত্বে। 

তিনি শরফুদ্দৌলা। বাংলাদেশের আম্পায়ার। ভদোদরায় চলতি ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে তিনি টিভি আম্পায়ারের ভূমিকায়। ঢাকায় জন্মানো এই আম্পায়ার ৩২টি টেস্ট, ১১৮টি ওয়ানডে, ৭৫টি টি-টোয়েন্টি, ১৭টি মহিলাদের ওয়ানডে ও ২৮টি মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। 

এর আগে ভারতের অস্ট্রেলিয়া সিরিজে যশস্বী জয়সওয়ালকে আউট দিয়ে প্রবল বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা। 

তাঁকে তোপ দেগেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। প্রযুক্তির সুবিধা কেন গ্রহণ করেননি শরফুদ্দৌলা, তা নিয়ে লিটল মাস্টার সোচ্চার হয়েছিলেন। সিডনি টেস্টে তিনিই আবার ছিলেন অন ফিল্ড আম্পায়ার। 

এবার ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচে শরফুদৌল্লা টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। 

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। 

বিসিবি স্থির করেছে তারা ভারতের মাটিতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। এই মর্মে আইসিসি-কে চিঠি পাঠানো হয়ে গিয়েছি বিসিবি-র। 

মুস্তাফিজুরকে এবার ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য চাপ বাড়তে থাকে বিসিসিআই-এর উপরে। শেষমেশ বিসিসিআই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কেকেআর-কে জানিয়ে দেয় মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে। তার পরই পরিস্থিতি ঘোরালো হয়ে দেখা  দেয়। 

মুস্তাফিজুরকে নিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে ম্যাচে আর এক বাংলাদেশি আম্পায়ারের ভূমিকায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য শরফুদৌল্লাকে নিয়ে বিতর্ক তৈরি হয়নি।