আজকাল ওয়েবডেস্ক: অন্ধকার থেকে আরও অন্ধকারে বাংলাদেশের ক্রিকেট। মুস্তাফিজুর রহমানকে কেকেআর ছেড়ে দেওয়ার পর থেকে উদ্ভুত পরিস্থিতি বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেল যে তারা বিশ্বকাপ থেকেই ছিটকে গেল।

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দাদারা। এবার ভাইরাও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে হেরে বিদায় নিল

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচ ছিল বাংলাদেশের। সেই ম্যাচে ১৩৬ রানে অল আউট হল বাংলার বাঘেরা

ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল সেই রান তুলে নেয় মাত্র ৩ উইকেট হারিয়েই। ৭ উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশকে ছিটকে দিল ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দল।

টসে জিতে ব্যাটিং নিয়ে ৩৮.১ ওভারে অল আউট হয়ে যায় বাংলাদেশ ১৩৬ রানে। প্রথম ওভার থেকেই বিপর্যয় নামে বাংলাদেশের ইনিংসে জাওয়াদ আবরারের বিদায়ের পর অধিনায়ক আজিজুল হাকিমকে নিয়ে ওপেনার রিফাত ৪৬ রান যোগ করেন। সেই সময়ে মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি স্কোরবোর্ডে রান তুলবে।

কিন্তু ইংল্যান্ডের অফ স্পিনার ফারহান আহমেদ ফেরান রিফাতকে৩৬ বলের ৩১ রান করা রিফাত আউট হওয়ার পরই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের প্রতিরোধ।

রান তাড়া করতে নেমে শুরুতেই ইংল্যান্ড উইকেট হারায়। অল্প রানের পুঁজি অবলম্বন করেও ম্যাচ জেতা সম্ভব। কিন্তু ইংল্যান্ডের আরেক ওপেনার বেন ডকিন্স ২৯ বলে ২৭ রান করে ডাগ আউটে ফিরে যান। সেই সময়ে ইংল্যান্ডের রান ছিল ৯ ওভারে ৩৯ রানে উইকেট

এরপরেও বাংলাদেশ ম্যাচের দখল নিয়ে নিতে পারত। কিন্তু ইংল্যান্ড ধিনায়ক টমাস রুকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন বেন মায়েস। ৩৪ রানে আউট হন তিনি। আর এই জুটি ইংল্যান্ডকে নিয়ে যায় নিরাপদ আশ্রয়েম্যাচ ততক্ষণে চলে গিয়েছে ইংল্যান্ডের সাজঘরে। আর বাংলাদেশ ছিটকে যাওয়ার ঘন্টাধ্বনি শুনতে পেল।