আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসকের ভূমিকায় বাবর আজম। পারথে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় ওয়ানডেতে শাহিন আফ্রিদির চোট লাগে বৃদ্ধাঙ্গুষ্ঠে।

সেই সময়ে বাবর আজম ছুটে এসে শাহিন আফ্রিদির চিকিৎসা শুরু করেন। অস্ট্রেলিয়ার পেসার শন অ্যাবট রান নেওয়ার জন্য দৌড়ন। পাক ফিল্ডারের ছোড়া থ্রো ধরতে গিয়ে আফ্রিদির বৃদ্ধাঙ্গুষ্ঠে বল লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকা শাহিন আফ্রিদির পাশে এসে দাঁড়ান বাবর আজম। পাক বোলারের বুড়ো আঙুল ম্যাসাজ করতে থাকেন বাবর। কিছুক্ষণ পরেই ফিজিও মাঠে চলে আসেন।

ম্যাজিক স্প্রে দিয়ে শাহিন আফ্রিদির যন্ত্রণা প্রশমিত করেন। আফ্রিদি তিনটি উইকেট নেন। নাসিম শাহ তিনটি ও হ্যারিস রউফ ২টি উইকেট নেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অজি সংহার সহজ ব্যাপার নয়। পাকিস্তান সেই কাজটাই করল। পাক বোলারদের দাপটে অস্ট্রেলিয়া পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি। ৩১.৫ ওভারে ১৪০ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া।

?ref_src=twsrc%5Etfw">November 10, 2024

 

রান তাড়া করতে নেমে পাকিস্তান ২৬.৫ ওভারে ম্যাচ জিতে নেয়। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নিল মহম্মদ রিজওয়ানের পাকিস্তান।