আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে পেছনে ফেলে দিলেন বাবর আজম। সোমবার হোবার্টে নতুন রেকর্ড স্থাপন করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ক্ষেত্রে কোহলিকে টপকে দ্বিতীয় স্থানে চলে এলেন বাবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৪১ রান করা মাত্র রেকর্ডবুকে নাম লেখান তারকা ক্রিকেটার। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের রান ৪১৯২। কোহলির রান ৪১৮৮। এই তালিকায় একনম্বরে রোহিত শর্মা। তাঁর রান ৪২৩১। কিন্তু টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেন বিরাট এবং রোহিত। যার ফলে দুই মহাতারকাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাত্র ৩৯ রান পিছিয়ে বাবর। প্রথম দশে রয়েছেন মহম্মদ রিজওয়ানও। তাঁর রান ৩৩২৯।
টানা ব্যর্থতা কাটিয়ে রানে ফিরেছেন বাবর। অদূরেই টি-২০ ক্রিকেটে সিংহাসন দখল করবেন তিনি। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর আবার সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ছাড়েন। সমালোচনার তীরে বিদ্ধ হন প্রাক্তন পাকিস্তান নেতা। এর আগে গতবছর একদিনের বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কত্ব ছাড়েন। শাহিন আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু টি-২০ বিশ্বকাপের ঠিক প্রাক্কালে আবার তাঁকে সাদা বলের অধিনায়ক হিসেবে ফেরানো হয়। কিন্তু সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে ব্যাট হাতেও ব্যর্থ হন বাবর। এদিন প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ রান বাবরের। ৪১ করে আউট হন। অভিষেকে ব্যর্থ জাহানদাদ খান। মাত্র ৫ রান করেন। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার অ্যারন হার্ডি। ২১ রানে ৩ উইকেট তুলে নেন।
