আজকাল ওয়েবডেস্ক: আজ রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ। সেই সিরিজে সুযোগ পাননি ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁকে ছাড়াই স্কোয়াড নির্বাচন হওয়ায় ভক্তরা বিস্মিত হয়েছেন। শুভমান গিলের হাতে উঠেছে দলের নেতৃত্ব। 

এবার নিয়ে দ্বিতীয় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়লেন অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড --এই দুই সিরিজে নির্বাচকরা রবীন্দ্র জাদেজাকে দলে নিয়েছেন অক্ষর প্যাটেলের পরিবর্তে। 

নির্বাচক কমিটি জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে স্পিন বিভাগের দায়িত্ব দিয়েছেন। আর তার ফলে অক্ষর প্যাটেল উপেক্ষিত থেকে যাচ্ছেন। 

সম্প্রতি অক্ষর প্যাটেল এক সাক্ষাৎকারে বলেন, '' টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, আমাকে জাড্ডু  ভাইয়ের বিকল্প হিসেবে দেখা হয়নি। আমার জন্য একটা জায়গা তৈরি করা হয়েছিল। জাড্ডু ভাই আর আমি একসঙ্গে খেলা শুরু করেছিলাম। আমি কখনও জাড্ডু ভাইয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামিনি। যখন আমি অনুশীলন করতাম, তখন ভাবতাম আমার খেলায় আর কী যোগ করা যায় যাতে ওরা আমাকে কখনও বাদ দিতে না পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর, আমি কখনও ভাবিনি যে আমাকে আবার বাদ দেওয়া হবে।'' 

রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরে অক্ষর প্যাটেল কনিষ্ঠ ফরম্যাটে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। ভারতীয় দলে রয়েছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের মতো বিশেষজ্ঞ বোলার। 

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ধাক্কা ভারতীয় শিবিরে। অনুশীলনে চোট পেলেন ঋষভ পন্থ। রবিবার বরোদায় শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। নেট প্র্যাকটিসে আচমকা চোট পান পন্থ। মাঠেই তাঁর শুশ্রূষা হয়। ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্টের বিরুদ্ধে ব্যাট করার সময় কোমরের ঠিক ওপরে চোট পান ঋষভ। ব্যথায় কাতরাতে থাকেন। হেড কোচ গৌতম গম্ভীর সহ দলের বাকি সাপোর্ট স্টাফরা শুশ্রূষার ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন পন্থ। কিউয়ি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা উইকেট কিপার-ব্যাটার।