আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের বিশ্বকাপের ফাইনালে চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ কে? ঠিক হবে বৃহস্পতিবার। নবি মুম্বইয়ে আয়োজক ভারতের সামনে অস্ট্রেলিয়া। কিন্তু বৃহস্পতিবার আদৌ খেলা হবে তো? কারণ মুম্বইয়ে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির লাল চোখ থাকলেও মহিলাদের বিশ্বকাপে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। অজি মহিলারা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবেন। তার কারণ মেলবোর্নের ১৭ বছরের ক্রিকেটার বেন অস্টিন প্রায়ত হয়েছেন। নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন তিনি। প্র্যাকটিস চলাকালীন তাঁর ঘাড়ে বল লাগে। দ্রুত তাঁকে হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ফিল হিউজের স্মৃতি উসকে দিল বেন অস্টিনের প্রয়াণের খবর।
আরও পড়ুন: মেলবোর্নে পৌঁছে গেল ভারতীয় দল, শুক্রবার দ্বিতীয় টি–টোয়েন্টিতে দল অপরিবর্তিত থাকবে? ...
নবি মুম্বইয়ে হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ চারের লড়াই। সেখানে যে আবার বৃষ্টির আশঙ্কা প্রবল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নবি মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছিল। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচ ভারত খুব সহজেই জিতে নিয়েছিল। ভারত-বাংলাদেশ ম্যাচ ধুয়ে যায় বৃষ্টিতে। সেই মাঠেই আবার হচ্ছে খেলা। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ।
হাওয়া অফিস বৃহস্পতিবার সকালেই জারি করেছে হলুদ সতর্কতা। মুম্বইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল। তবে ৯টা পর্যন্ত বৃষ্টি নামেনি। এই মুহূর্তে মুম্বইয়ের আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কমার সম্ভাবনা রয়েছে।
ম্যাচ শুরু দুপুর ৩টেয়। সেই সময় আকাশে রোদ থাকবে। ৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ। সময় এগোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। সন্ধে ৭টা নাগাদ চার শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। যদিও আবহাওয়ার বিষয় তো! তাই ম্যাচের সময় যে বৃষ্টি হবে না, সে কথা পুরোপুরি উড়িয়ে দেওয়াও যাচ্ছে না।
প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার মিতালী রাজ মনে করেন, ভারতের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দ্বিধা দ্বন্দ্বে ছিল অস্ট্রেলিয়া। আয়োজক দেশ হিসেবে ভারতের উপরে চাপ রয়েছে। রয়েছে প্রত্যাশার পাহাড়। অজিদের হারিয়ে ফাইনালে যাওয়া নিয়ে তাই তৈরি হয়েছে ভারতের উপরে অত্যাবশ্যক চাপ।
অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত আধিপত্য নিয়ে খেলেছে বিশ্বকাপে। এখনও পর্যন্ত অজিরা অপরাজিত রয়েছে। মিতালী মনে করেন, ভারতকে অস্বস্তিতে ফেলতে পারে একমাত্র অস্ট্রেলিয়া। ক্রিকেটের কথা কে বলতে পারে আগে থেকে? গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে চলা অজিদের রথের চাকা অন্য দিকে ঘুরিয়েই দিতে পারে ভারত। কী হবে, তার উত্তর দেবে সময়।
