আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজের প্রথম টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পার্থে সিরিজ ওপেনারের আগে হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেলেন দলের ফ্রন্ট লাইন পেসার জশ হ্যাজলউড।
নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন ডান পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি। বৃহস্পতিবার তাঁকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার পর দ্বিতীয় দফার স্ক্যানে নিশ্চিত হয় হ্যামস্ট্রিং স্ট্রেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জশ হ্যাজলউডের মেডিক্যাল স্ক্যানের রিপোর্টে হ্যামস্ট্রিং স্ট্রেন ধরা পড়েছে।
বুধবারের প্রাথমিক স্ক্যানে মাংসপেশির টান ধরা না পড়লেও পরবর্তী ইমেজিংয়ে নিশ্চিত হওয়া গেছে যে পেস বোলার চোট পেয়েছেন। মাঝে মধ্যে প্রথম স্ক্যানে ছোটখাটো ইনজুরি ধরা পড়ে না।
এই চোটের কারণে হ্যাজলউড দলের সঙ্গে পার্থে যাচ্ছেন না। তিনি প্রথম অ্যাশেজ টেস্ট থেকে বাদ পড়েছেন। আলাদা ভাবে রিহ্যাব সারবেন তিনি।’ হ্যাজলউডের বদলে স্কোয়াডে নেওয়া হয়েছে মাইকেল নেসারকে।
মাত্র দুটি টেস্ট খেলা নেসার চোট পাওয়া হ্যাজলউড ও শন অ্যাবটের ব্যাক আপ পেসার হিসেবে দলে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, নিউ সাউথ ওয়েলসের একই ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন অ্যাবটও।
এদিকে অস্ট্রেলিয়ার বোলিং সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে অধিনায়ক প্যাট কামিন্সের পিঠের চোট। ফলে দলের তিন ফ্রন্টলাইন পেসারের মধ্যে ফিট রয়েছেন কেবল মিচেল স্টার্ক।
কামিন্সের জায়গায় স্কট বোল্যান্ডকে আগেই প্রস্তুত রাখা হয়েছিল। এখন হঠাৎ করেই অভিষেকের দোরগোড়ায় দাঁড়িয়ে গেছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার ৩১ বছর বয়সি পেসার ব্রেন্ডান ডগেট।
এই মাসের শুরুতে ডগেট ও অ্যাবটকে রিজার্ভ বোলারের তালিকায় রাখা হয়েছিল। কিন্তু অ্যাবটও ছিটকে যাওয়ায় ডাগেটই এখন প্রধান বিকল্প। সাম্প্রতিক পারফরম্যান্সে নিজেকে বেশ ভালভাবেই প্রমাণ করেছেন ডাগেট।
হ্যামস্ট্রিং চোট থেকে ফিরে গত কয়েক সপ্তাহে দুটি পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। কামিন্সও তার প্রশংসা করেছেন। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে কামিন্স বলেন, ‘শেষ কয়েক ম্যাচে ও দারুণ বোলিং করেছে। প্রথম টেস্টে জায়গা পাওয়ার দৌড়ে সে খুব ভাল অবস্থানে আছে। স্কোয়াডে ফর্মে থাকা খেলোয়াড় থাকা সবসময়ই ভাল এবং বর্তমানে অবশ্যই ডাগেট সেই তালিকায় একজন।’
প্রথম টেস্টের আগে টানা চোটে জর্জরিত বোলিং লাইন-আপ নিয়ে গুরুতর সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া, যা অ্যাশেজ শুরুর আগে তাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
