আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হার ভারতের মেয়েদের। বৃহস্পতিবার ৫ উইকেটে হারলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। মেগান শাটের দাপটে ৩৪.২ ওভারে ১০০ রানে অলআউট হয়ে যায় ভারত। মাত্র ১৯ রানে পাঁচ উইকেট তুলে নেন অজি বোলার। রান তাড়া করতে নেমে শুরুতে রেণুকা ঠাকুরের জোড়া উইকেটে একটু ধাক্কা খায় অজিরা। কিন্তু প্রাথমিক ঝটকা সামলে পাঁচ উইকেট হারিয়ে ১৬.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অভিষেকেই নজর কাড়েন জর্জিয়া ভল। ৪২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। ফোবে লিচফিল্ডের সঙ্গে ৪৮ রানের পার্টনারশিপে দলকে জয়ে পৌঁছে দেন। ৮ ডিসেম্বর অ্যালান বর্ডার ফিল্ডে দ্বিতীয় একদিনের ম্যাচ।
এদিন ভারতের হয়ে সর্বোচ্চ রান জেমাইমা রডরিগেজের। পাঁচ নম্বরে নেমে ৪২ বলে ২৩ রান করেন। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। প্রথম সাত ওভারের মধ্যেই দু'জন ওপেনারকে হারায়। কামব্যাক ম্যাচে হতাশ করেন প্রিয়া পুনিয়া। রান পাননি স্মৃতি মান্ধানাও (৮)। হরমনপ্রীত এবং জেমাইমা কিছুটা চেষ্টা করলেও লাভ হয়নি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। ৩ উইকেটে ৬২ থেকে ১০০ রানে অলআউট হয়ে যায় ভারত। পাঁচ উইকেট নেন মেগান শাট। এই হতশ্রী ব্যাটিং মনে রাখতে চাইবে না ভারতের মেয়েরা।
