আজকাল ওয়েবডেস্ক: চার বছরের জেলের সাজা শোনানো হল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল স্লাটারকে। গার্হস্থ্য হিংসা সহ একাধিক দোষে দোষী সাব্যস্ত হয়েছেন স্লাটার। তবে এক বছর পরেই তিনি জেল জীবন থেকে মুক্তি পাবেন। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই জেলে রয়েছেন স্লাটার। বেশ কয়েকবছর জেলবন্দি তিনি। তাই তাঁর জেলের মেয়াদ হবে আর মাত্র এক বছর।
জানা গেছে ৫৫ বছরের স্লাটারের বিরুদ্ধে প্রায় এক ডজন অভিযোগ রয়েছে। আর তাতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, মদ্যপান করে একাধিক অপরাধমূলক কাজ করেছেন স্লাটার। এমনকী হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে স্লাটারের বিরুদ্ধে। এমনকী অতীতে একবার আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন স্লাটার। তবে ভুক্তভোগীর পরিচয় আদালত প্রকাশ্যে আনেনি। সূত্রের খবর, তিনি কুইন্সল্যান্ডের বাসিন্দা। ২০২৩ সালে এই ঘটনা ঘটেছিল বলে জানা যায়।
বিচারক স্লাটারকে মদ্যপ বলে অভিহিত করেছেন। বলেছেন, জেলের মধ্যে পুনর্বাসনে থাকতে হবে স্লাটারকে। তবে বিরোধী পক্ষ পাঁচ বছরের জেলের সাজা চেয়েছিল। কিন্তু আদালত চার বছরের জেলের সাজা শোনায়।
যুক্তি হিসেবে স্লাটারের আইনজীবী জানান, গত এক বছর জেলে চুপচাপ ছিলেন স্লাটার। মদও ছোঁননি। এরপরই আদালত কিছুটা নরম হয়।
প্রসঙ্গত, ১৯৯৩ থেকে ২০০৩ পর্যন্ত ৭৪টি টেস্ট ও ৪২ টি একদিনের ম্যাচ খেলেছেন স্লাটার।
