আজকাল ওয়েবডেস্ক: মাদক পাচারের দায়ে অভিযুক্ত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। এই লেগস্পিনার দেশের হয়ে ৪৪ ম্যাচ খেলেছেন।
যদিও ম্যাকগিলের জন্য স্বস্তির খবর, বৃহত্তর মাদক সরবরাহে জড়িত থাকার অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিডনি জেলা আদালত ২০২১ সালের এপ্রিলে ভারতীয় মুদ্রায় প্রায় ১.৮১ কোটি টাকার নিষিদ্ধ মাদক লেনদেনে সহায়তা করার অভিযোগ থেকে ম্যাকগিলকে মুক্ত করেছে। তবে মাদক পাচারে অংশ নেওয়ার অভিযোগে ম্যাকগিলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় শুনে আদালতে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন ম্যাকগিল।
তবে ম্যাকগিলের সাজার শুনানি আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তদন্তে এটা উঠে এসেছে যে সিডনিতে এই প্রাক্তন ক্রিকেটারের যে রেস্তরাঁ রয়েছে সেখানেই এক মাদক ব্যবসায়ীর সঙ্গে শ্যালকের পরিচয় করিয়ে দিয়েছিলেন ম্যাকগিল।
ম্যাকগিল অবশ্য আদালতে বারবার জানিয়েছেন, মাদক পাচার সম্পর্কে কোনও ধারণাই তাঁর ছিল না। যদিও আদালত এই যুক্তি মানতে রাজি হয়নি।
