আজকাল ওয়েবডেস্ক: গার্হস্থ্য হিংস্রতার অভিযোগে এপ্রিল থেকে জেল হেফাজতে রয়েছেন মাইকেল স্লেটার। আবার জামিনের অনুরোধ জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। এক মহিলাকে নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট মহিলার শ্বাসরোধ করার চেষ্টাও করেন স্লেটার। পাশাপাশি তাঁকে গালিগালাজ করে একাধিক মেসেজ পাঠান। মঙ্গলবার নতুন করে তাঁর জামিনের জন্য আবেদন করা হয়। কোর্টে স্লেটারের আইনজীবী জানান, ছাড়া পেলেই সরাসরি এনএসডাব্লুর একটি রিহ্যাব ক্লিনিকে চলে যাবেন অজি তারকা। আইনজীবী গ্রেগ ম্যাকগুয়ের জানান, জামিন মঞ্জুর হলেই তাঁর মক্কেল রাজ্য ছেড়ে চিকিৎসার জন্য একটি রিহ্যাবে চলে যাবে। তিনি বলেন, 'স্লেটার বেশ কিছুটা সময় জেল হেফাজতে কাটিয়ে দিয়েছে। জামিন পেলেই সিডনির একটি ক্লিনিকে চলে যাবে। নিজের আচরণ এবং কৃতকর্মের শাস্তি ভোগ করছে। ৪.৫ মাস ধরে জেল হেফাজতে রয়েছে।' 

এর আগেও একাধিকবার জামিনের আবেদন করেছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার। কিন্তু মঞ্জুর হয়নি। এর আগে এপ্রিলে জামিন খারিজ হওয়ায় অস্ট্রেলিয়ার একটি কোর্টে সংজ্ঞাহীন হয়ে পড়েন স্লেটার। মাটিতে লুটিয়ে পড়েন ৫৪ বছরের প্রাক্তন ক্রিকেটার। কোর্টের কর্মচারীরাই তাঁকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে। তার আগে সুপ্রিম কোর্ট তাঁর জামিন খারিজ করে দেয়। জানানো হয়েছিল, অতীতে তাঁর গার্হস্থ্য হিংস্রতার ইতিহাস রয়েছে। একইসঙ্গে জানানো হয়, স্লেটার মানসিক অবসাদের রোগী। সঙ্গে একাধিক চারিত্রিক এবং মানসিক সমস্যা রয়েছে। সেই কারণেই তাঁর জামিন মঞ্জুর হয়নি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে ৭৪টি টেস্ট খেলেন স্লেটার। ৫০০০ এর বেশি রান আছে। ১৪টি শতরান রয়েছে। দেশের হয়ে ৪২টি একদিনের আন্তর্জাতিক খেলেন। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।