আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনকে সমর্থন করে চাকরি খোয়ালেন অজি সাংবাদিক। চাকরি হারানো সাংবাদিক পাশে পেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোয়াজা।
সেই অজি সাংবাদিকের নাম পিটার লালর। গাজায় ইজরায়েলের আক্রমণ ও অসংখ্য মানুষকে নৃশংস ভাবে হত্যা করার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্ট রিটুইট করেন পিটার লালর। এটাই তাঁর অপরাধ। সেই অপরাধের জন্য চাকরি থেকে বরখাস্ত হতে হল অভিজ্ঞ সাংবাদিককে।
বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে বিধ্বস্ত করার পরে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া। সেই সিরিজের ধারাভাষ্য রেডিওয় দিচ্ছিলেন লালর।
গাজা ভূখণ্ডে ইজরায়েলের আক্রমণ ও হত্যালীলা নিয়ে পোস্ট রিটুইট করার পর লালরকে এসইএন কর্তৃপক্ষ জানিয়ে দেয়, তাঁর আর ধারাভাষ্য দেওয়ার দরকার নেই। ধারাভাষ্যকারদের যে দল রয়েছে, সেই দলের আর অংশ নন পিটার লালর।
লালরকে সরিয়ে দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার উসমান খোয়াজা। তিনি জানিয়েছেন, লালরের সঙ্গে অন্যায় হয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খোয়াজা সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন। ইনস্টাগ্রামে অজি সাংবাদিকের পাশে দাঁড়িয়ে খোয়াজা লেখেন, ''গাজার মানুষের পাশে দাঁড়ানোর অর্থ কখনওই ইহুদি বিদ্বেষ নয়। এটা ইজরায়েলি সরকার ও তাদের ঘৃণ্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদ মাত্র।''
