আজকাল ওয়েবডেস্ক: নভেম্বরেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাসকার ট্রফি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অষ্ট্রেলিয়ায় যাচ্ছেন বিরাট, রোহিতরা। তার আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরার প্রশংসায় মজলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। সিনিয়র অজি খেলোয়াড় বুমরাকে সমস্ত ফর্ম্যাটের সেরা বোলার হিসেবে অভিহিত করেছেন।

 

 

বর্ডার-গাভাসকার ট্রফির আগে কথা বলতে গিয়ে, স্মিথ বলেন, বুমরা এমন একজন ক্রিকেটার যিনি নতুন বা পুরনো দুই ধরনের বলেই চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন ব্যাটারদের। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ।

 

 

স্মিথ জানিয়েছেন, 'বুমরার বিরল দক্ষতা অস্ট্রেলিয়ায় অনেক বেশি নির্ভর করবে। ও একজন দুর্দান্ত বোলার। নতুন বল হোক, কিংবা সামান্য পুরনো বল বা একেবারে পুরনো বল সবদিক থেকেই বুমরা সমান ভাবে দক্ষ। আমার মতে, তিনটি ফরম্যাট মিলিয়ে সেরা ফাস্ট বোলার। বুমরার বল খেলা। অন্যবারের মতই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ।' 

 

 

 

গত কয়েকটি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করছেন স্মিথ। মনে করা হচ্ছে ভারতের বিপক্ষেও একই স্ট্র্যাটেজি কাজ করবে। ইতিমধ্যেই, ১০৯ টেস্ট খেলা অভিজ্ঞ স্মিথ টেস্টে ১০,০০০ রানের মাইলফলকের কাছাকাছি। টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে স্মিথের রান ৯,৬৮৫।

 

 

অন্যদিকে বুমরা, ২০১৮ সালের জানুয়ারিতে টেস্ট অভিষেকের পর থেকে ধারাবাহিক ভাবে ভাল বল করে আসছেন ভারতের হয়ে। অস্ট্রেলিয়ার মাঠেও তাঁর পারফরম্যান্স ঈর্ষণীয়। আইসিসি ট্রফিতেও ভাল বল করেছেন বুমরা। বর্ডার গাভাসকার ট্রফির আগে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতের। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলবে ভারত।