আজকাল ওয়েবডেস্ক: রাজগীরে ২০২৫ সালের এশিয়া কাপ হকিতে শুক্রবার এক রোমাঞ্চকর ম্যাচে চিনের বিরুদ্ধে ৪-৩ গোলে জয় পেল ভারত। হাইভোল্টেজ ম্যাচের নায়ক ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং। তিনি একাই তিনটি পেনাল্টি কর্নার (PC) থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এছাড়া যুগরাজ সিংও ভারতের হয়ে গোলের তালিকায় নাম লেখান। তবে খেলার মানসিকতা ও রক্ষণে ভারতের ঘাটতি স্পষ্টভাবে চোখে পড়ে। ম্যাচের শুরু থেকেই ভারত চিনের ডিফেন্সে চাপ সৃষ্টি করে। তৃতীয় মিনিটেই ভারত পায় প্রথম পেনাল্টি কর্নার। যদিও রেফারেলের কারণে মনদীপের গোল বাতিল হয়ে যায়। কিছুক্ষণ পর সুযোগ পেয়েও দিলপ্রীতের শট চীনের গোলরক্ষক রুখে দেন। এরপর ১২তম মিনিটে চিন তাদের প্রথম পেনাল্টি কর্নার পায় এবং দু শিহাও নিখুঁত ভ্যারিয়েশনে গোল করে দলকে এগিয়ে দেন। গোল খেয়ে দ্রুত ঘুরে দাঁড়ায় ভারত। ১৮তম মিনিটে জুগরাজ সিং পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান।

আরও পড়ুন: ‘গাড়িতে ক্যামেরা, চুরির আগে সব রেকর্ড করছে’, সার্ভে করতে গিয়ে গ্রামবাসীদের হাতে বেধড়ক ঠ্যাঙানি খেলেন গুগল ম্যাপসের কর্মীরা

মাত্র দু’মিনিট পর অধিনায়ক হরমনপ্রীত সিং গোল করে ভারতকে ২-১ গোলে এগিয়ে দেন। তবে চিনও আক্রমণে পাল্টা চাপ সৃষ্টি করে। শুখজিৎ একবার বল জালে পাঠালেও রেফারেল শেষে তা বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই হরমনপ্রীত আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতের লিড বাড়ান। তবে ভারতীয় রক্ষণ ও গোলকিপারিং বড় সমস্যার কারণ হয়ে ওঠে। পি.আর. শ্রীজেশের উত্তরসূরি খুঁজতে থাকা ভারতীয় দল অভিজ্ঞতার অভাবে ভুগল। কারণ কৃষ্ণ বাহাদুর পাঠক গোলপোস্টে থেকে একাধিক ভুল করেন এবং চিন ম্যাচে সমতা ফেরায়। ম্যাচের ৪৭তম মিনিটে অধিনায়ক হরমনপ্রীত আবারও নিজের জাদু দেখান। পেনাল্টি কর্নার থেকে নিখুঁত গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। শেষের দিকে মনদীপ সিংয়ের শট চমকপ্রদ সেভে রুখে দেন চিনের গোলকিপার। ম্যাচের শেষ মুহূর্তে জারমনপ্রীত হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও ভারত লড়াই ধরে রাখে এবং শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় তুলে নেয়। এদিন ভারতের জয়লাভের নায়ক হরমনপ্রীত সিং, আর বড় চিন্তার কারণ গোলকিপিং।