আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরেও পুরনো মেসি। প্রি সিজন ম্যাচে ইন্টার মায়ামি পেনাল্টি শুট আউটে হারাল মেক্সিকোর ক্লাব আমেরিকাকে। 

মেসি মানেই মসীহা। তিনি মাঠে  থাকা মানেই প্রতিপক্ষের রাতের ঘুম উবে যাওয়া। প্রি সিজনের ম্যাচে ক্লাব আমেরিকা প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল। 

৩১ মিনিটে হেনরি মার্টিন এগিয়ে দেন ক্লাব আমেরিকাকে। এর তিন মিনিট পরেই সেই মাহেন্দ্রক্ষণ। মেসি গোল করে সমতা ফেরান ইন্টার মায়ামির হয়ে। লুইস সুয়ারেজের সেন্টার থেকে হেডে মেসি সমতা ফেরান। 

বিরতির ঠিক পরই ইজরায়েল রেয়েস ২-১ করেন ক্লাব আমেরিকার হয়ে।  সমতা ফেরাতে ইন্টার মায়ামিকে অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। 

ইন্টার মায়ামির নতুন কোচ হ্যাভিয়ার মাসচেরানো ৬৬ মিনিটে তুলে নেন মেসিকে। মেসি উঠে যাওয়ার পরেই সমতা ফেরায় ইন্টার। অ্যাডেড টাইমে টমাস অ্যাভিলেস হেডে ২-২ করেন। 

এর পরে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সাডেন ডেথে ইন্টার মায়ামি ৩-২ ম্যাচ জেতে।