আজকাল ওয়েবডেস্ক: জামশেদপুরের বিরুদ্ধে বাঁক খাওয়ানো শটে আপুইয়ার গোল মনে আছে? আইএসএলে সেন্ট্রাল মিডফিল্ডে সব থেকে কার্যকরী ফুটবলারের নাম আপুইয়া।
আইএসএল-এ দেখা গিয়েছে ম্যাচ নিয়ন্ত্রণ করেন আপুইয়া। কেরিয়ারের শুরুতেই ভারতের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া ছিল তাঁর এক উল্লেখযোগ্য সাফল্য। যার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি আপুইয়াকে।
২০১৯-এ ইন্ডিয়ান অ্যারোজ থেকে নর্থইস্ট ইউনাইটেডে যোগ দেন তিনি। আইএসএলে অভিষেক মরশুমে ১০টি ম্যাচ খেলেন। দলটি লিগ টেবিলের নিচের দিকে শেষ করলেও আপুইয়াকে সেরা পারফর্মারদের মধ্যে গণ্য করা হয়েছিল।
পরের মশুমে এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন হন আপুইয়া। ২০ বছর বয়সে আইএসএল ইতিহাসের কনিষ্ঠতম অধিনায়কও হন।
নর্থইস্ট ইউনাইটেড থেকে তাঁর নতুন ঠিকানা হয় মুম্বই সিটি এফসি। ২০২২-২৩ মরশুমে মুম্বই সিটির লিগ শিল্ড জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন আপুইয়া। তাঁর পাসিং ছিল দুর্দান্ত।
২০২৪-২৫ মরশুমে তিনি য়োগ দেন মোহনবাগানে। একশো ম্যাচ খেলা কনিষ্ঠ ফুটবলার তিনি।
সবুজ-মেরুন জার্সিতে দ্বিমুকুট জেতে মোহনবাগান। মোলিনার হাতের তুরুপের তাস হয়ে ওঠেন আপুইয়া।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে জামশেদপুরের বিরুদ্ধে আপুইয়ার বিস্ময়কর গোল এখনও সবুজ-মেরুন ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল।
