আজকাল ওয়েবডেস্ক: ২৩ মার্চ, ২০০৭।ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারতীয় ক্রিকেটের সূর্য ডুবেছিল।

২৯ জুন, ২০২৪।সেই ক্যারিবিয়ান ভূমেই সূর্যোদয় ঘটে।

সময়ের হিসেব বলছে মাঝখানে কেটে গিয়েছে দীর্ঘ সতেরো বছর। কিন্তু কান্না-হাসি, দুঃখ-সুখ এসে মিশে গেল এক বিন্দুতে। একদিন যে ভূমিতে হেরে প্রস্থান ঘটেছিল, সেখানেই জুটল চ্যাম্পিয়নের বরমাল্য।

জীবন এরকমইএকদিকে সে সব ছিনিয়ে নেয়, নিঃস্ব করে দেয়সেই আবার ফিরিয়ে দেয় দুহাত ভরেজীবনের এই খেলা রাহুল দ্রাবিড়ের থেকে ভালো আর কে জানেন! তিনি ভূয়োদর্শীদীর্ঘ ক্রিকেটজীবনে উত্থান দেখেছেনদেখেছেন পতনওসাফল্যের পাশাপাশি ব্যর্থতার কদর্য রূপও দেখা হয়ে গিয়েছে তাঁরবাবা দ্রাবিড় খেলোয়াড় হিসেবে এবং কোচ হিসেবে সাফল্যের বরমাল্য পেয়েছেনএবার তাঁর ছেলে জাতীয় দলে ডাক পেলেন

বেঙ্গালুরুতে ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯-এর তিন দলের একটি টুর্নামেন্ট। ভারত এ ও ভারত বি দু'টি দল এবং আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দল খেলবে।

ভারতের এ ও বি দলের নাম ঘোষণা হয়েছে। সেই দলে ডাক পেয়েছেন রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড়

রাহুল দ্রাবিড়ের বড় ছেলে সমিত ক্রিকেটার। বাপ কা বো, সিপাহি কা ঘোড়া...। সমিত অলরাউন্ডারঅন্বয় আবার বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেনভিনু মানকড় ট্রফিতে কর্ণাটকের অধিনায়ক ছিলেন তিনি।