আজকাল ওয়েবডেস্ক: ভিনেশ‌ ফোগাতকে নিয়ে এখনও রায় দেয়নি আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তারই মধ্যে বিস্ফোরক অভিযোগ ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধানের। কার ওপর দায় চাপালেন পিটি ঊষা? অভিযোগের তীর সরাসরি ভিনেশের দিকে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, ওজন কমানোর দায়িত্ব সংশ্লিষ্ট কুস্তিগিরের। তাঁর মেডিক্যাল টিমের ওপর কোনওভাবেই দায় চাপানো উচিত নয়। বিশেষ করে চিফ মেডিক্যাল অফিসার ড. ডিনশহ পার্দিওয়ালালের ওপর। দাবি, তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণযোগ্য নয়। ভিনেশ অলিম্পিক থেকে বাতিল হওয়ার পরই দোষারোপের পালা শুরু হয়ে যায়। যা সংসদ পর্যন্তও পৌঁছে যায়। অনেকেই পার্দিওয়ালা এবং তাঁর দলের বিরুদ্ধে আঙুল তোলে। প্রাক্তন আইওএ প্রধান নরেন্দ্র বাত্রা জানান, ভিনেশের ডায়েটে কোনও সমস্যা ছিল। তার বিরোধিতা করে এবার সরাসরি ভিনেশের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রধান। 

একটি বিবৃতিতে পিটি ঊষা জানান, 'কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলায় ওয়েট ম্যানেজমেন্টের দায়িত্ব সংশ্লিষ্ট অ্যাথলিট এবং তাঁর কোচের। আইওএর নিযুক্ত চিফ মেডিক্যাল অফিসার পার্দিওয়ালা এবং তাঁর দলের নয়। আইওএর মেডিক্যাল দলের ওপর যে অভিযোগ উঠেছে, বিশেষ করে পার্দিওয়ালার বিরুদ্ধে, সেটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।' এর পাশাপাশি তিনি দাবি করেন, যারা আইওএর মেডিক্যাল দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে, কোনওরকম সিদ্ধান্তে পৌঁছনোর আগে তাঁদের বিবেচনা করে দেখা উচিত। এছাড়াও পিটি ঊষা বলেন, 'অলিম্পিকে প্রত্যেক ভারতীয় অ্যাথলিটের নিজস্ব সাপোর্ট স্টাফ আছে। তাঁরা সেই অ্যাথলিটের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত। আইওএ মাত্র কয়েকমাস আগে মেডিক্যাল দল নিযুক্ত করেছে। তাঁদের প্রধান কাজ, প্রতিযোগিতার মাঝে অ্যাথলিটদের চোটমুক্ত রাখা এবং তাঁদের রিকোভারিতে সাহায্য করা। পাশাপাশি যেসব অ্যাথলিটদের নিজস্ব পুষ্টিবিদ এবং ফিজিওথেরাপিস্ট নেই, তাঁদের সাহায্য করা।' প্রসঙ্গত, ভিনেশ যৌথ রুপোর দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছে। তার রায় মঙ্গলবার জানা যাবে।