আজকাল ওয়েবডেস্ক : ঘড়ির কাঁটা সবে বিকেল সাড়ে চারটে ছুঁয়েছে। যুবভারতীর প্র্যাকটিস মাঠের সবুজ গালিচায় হৈ হুল্লোড় করতে করতে নেমে পড়ল সবুজ জার্সিধারীরা। সবাই যেন আনন্দে, খুশিতে ডগমগ। দেখে কে বলবে ২৪ ঘণ্টা পরে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে হোসে মোলিনার দল? যা তাঁদের লিগ শিল্ডের দিকে আরও এগিয়ে দেবে। বরং, মহমেডান ম্যাচের আগে অভিনব অনুশীলন দেখা গেল মোহনবাগানে। গোল করে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ফুটবলাররা। পালা করে সবার কাঁধে উঠছে একজন ফুটবলার। বাকিরা অট্টহাসিতে মেতে উঠছে। জন্মাষ্টমীতে হাড়ি ভাঙার রীতির সঙ্গে কিছুটা মিল রয়েছে। এইধরনের খেলা সবুজ মেরুনে এর আগে দেখা যায়নি। সাধারণত মূল প্র্যাকটিসের আগে হালকা, মজাদার খেলায় মাততে দেখা যায় ফুটবলারদের। যার মধ্যে সবচেয়ে প্রচলিত বল চোর। কিন্তু এদিন মূল অনুশীলন শুরুর আগের এই মজাদার সেশন উপভোগ করেন বিশাল, লিস্টন, মনবীররা। মাঠের এক ধারে দাঁড়িয়ে যা দেখে হাসছিলেন মোলিনা। অ্যালবার্তো রডরিগেজ এবং অনিরুদ্ধ থাপা ছাড়া বাকিরা পুরোদমে প্র্যাকটিস করে। বেশিরভাগ সময়টা ড্রেসিংরুমে কাটান দুই ফুটবলার। শনিবার সম্ভবত পাওয়া যাবে না রডরিগেজকে। বড় চেহারার ডিফেন্ডার খেলতে না পারলে, টম অ্যালড্রেডের সঙ্গে জুটি বাঁধতে পারেন দীপেন্দু বিশ্বাস।
প্রাক ম্যাচ প্রস্তুতিতে মোলিনা হাসিখুশি থাকলেও, প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না মোহনবাগান কোচ। টেবিলের অবস্থান, বর্তমান অবস্থা অনুযায়ী দুই দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ঢেরগুণ এগিয়ে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু নিজেদের ফেভারিট ভাবা দূর অস্ত, মহমেডানকে হারানো মোটেই সহজ হবে না, জানিয়ে দেন মোলিনা। বরং, একটি চ্যালেঞ্জিং এবং কঠিন ম্যাচের অপেক্ষায় বাগানের স্প্যানিশ কোচ।
মোলিনা বলেন, 'প্রথম লেগের ম্যাচের আগেও সবাই ওদের কথা বলছিল। সেই ম্যাচের সঙ্গে কালকের ম্যাচের কোনও পার্থক্য নেই। একই লড়াই। আমরা তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। লিগ টেবিলে দুই দলের মধ্যে বড় তফাৎ রয়েছে। তবে শেষ কয়েকটা ম্যাচে ওরা চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। ম্যাচটা কঠিন হবে। ওরা আমাদের চাপে ফেলাতে চাইবে। আমাদের কোণঠাসা করার চেষ্টা করবে। জয় পেতে আমাদের পরিশ্রম করতে হবে। যারা মনে করছে আমরা অনায়াসে জিতব, তাঁরা ভুল ভাবছে। মহমেডান যথেষ্ট ভাল দল। এই পরিস্থিতিতে ওদের বিরুদ্ধে খেলা কঠিন। সবাই মোহনবাগানকে হারাতে চায়। ওরা আমাদের হারাতে নিজেদের উজাড় করে দেবে।'
শুধুমাত্র মহমেডান ম্যাচ নিয়ে ভাবছেন বাগান কোচ। মোলিনার ভাবনায় এখনও লিগ শিল্ড নেই। যেমন বরাবর বলে এসেছেন, ম্যাচ প্রতি এগোতে চান। ড্রয়ের হ্যাটট্রিকের পর ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরেছে মোহনবাগান। তবে দলের খেলায় খুশি হতে পারেননি বাগান কোচ। ম্যাচের একমাত্র গোল করে দলকে জয় এনে দেন লিস্টন কোলাসো। স্ট্রাইকাররা ডাহা ব্যর্থ। নজর কাড়তে পারেননি জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স। একেবারেই ছন্দে নেই দিমিত্রি পেত্রাতোস। একাধিক গোল মিস করছে বাগানের স্ট্রেইকিং ফোর্স। তবুও আক্রমণভাগ নিয়ে কোনও অভিযোগ নেই বাগান কোচের।
মোলিনা বলেন, 'আমি স্ট্রাইকারদের পারফরম্যান্সে খুশি। আমাদের ওদের দরকার। অবশ্যই আরও গোল করতে পারলে খুশি হব। তবে সবসময় গোল করা সম্ভব নয়। ওরা যথেষ্ট ভাল খেলছে। ওদের কাজ শুধুই গোল করা নয়। আমাদের দল একসঙ্গে অ্যাটাক এবং ডিফেন্ড করে। আমি ওদের খেলায় সন্তুষ্ট।' মহমেডানের বিরুদ্ধে ৯০ মিনিট দলের ভারসাম্য বজায় রাখতে চান মোলিনা। বাগানে আসার আগে মহমেডানের কোচ হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেইসব অতীত। মোলিনা জানিয়ে দিলেন, মোহনবাগান কোচ হিসেবে তিনি খুশি। চলতি আইএসএলে সবচেয়ে ধারাবাহিক বাগান। মোলিনা মনে করেন, টিমগেমই সাফল্যের চাবিকাঠি।
ছবি: অভিষেক চক্রবর্তী
