আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রাক্কালে আবার ভারতীয় ভিসা নিয়ে সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের পর সমস্যায় ইংল্যান্ড। বিশ্বকাপ শুরু হতে আর একমাসও বাকি নেই। ফেব্রুয়ারির শুরুতেই ভারতে চলে আসবে অংশগ্রহণকারী দলগুলো। তার আগে ভিসা প্রক্রিয়া বিলম্বিত একাধিক দেশের পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটারদের। প্রথমে সমস্যায় পড়ে ইউএসএর চারজন ক্রিকেটার। এবার পালা ইংল্যান্ডের দু'জন ক্রিকেটারের। তালিকায় রয়েছেন আদিল রশিদ এবং রেহান আহমেদ। বেশ কয়েকদিন আগে আবেদন করা সত্ত্বেও তাঁদের ভিসা পেতে দেরি হচ্ছে। চলতি সপ্তাহের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ আছে ইংল্যান্ডের। সেটা খেলা হবে না তাঁদের। ইংল্যান্ডের বাকি দলের সঙ্গে যোগ দিতে পারছেন না রশিদরা‌। তবে টি-২০ বিশ্বকাপের আগে ভিসা দেওয়ার বিষয়ে ইসিবিকে আশ্বাস দেওয়া হয়। 

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডের দুই ক্রিকেটারের ভিসা খারিজ হওয়ার সম্ভাবনা নেই। তবে প্রক্রিয়া দ্রুত হওয়ার জন্য ইউকে সরকারের দ্বারস্থ হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বর্তমানে দক্ষিণ আফ্রিকার এসএ ২০ লিগে খেলছেন রশিদ। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছেন রেহান। ভিসা সমস্যা থাকা সত্ত্বেও, ইংল্যান্ডের বোর্ডের ধারণা, ৮ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচে আগে দু'জনই দলের সঙ্গে যোগ দেবে। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নিয়ে সমস্যায় পড়তে পারে ইংল্যান্ড। আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঝামেলার কারণে ম্যাচের স্থান এখনও নির্দিষ্ট হয়নি। বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে আসতে চায় না বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় তাঁরা। বিসিবির অনুরোধ একবার খারিজ করে দিয়েছে আইসিসি। তাসত্ত্বেও আরও একবার সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ জানায় বাংলাদেশ। 

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলি খানের ভারতীয় ভিসা খারিজ হওয়ার দাবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার খবরে তোলপাড় সৃষ্টি হয় । ছড়িয়ে পড়ে, টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটারদের ভিসা বাতিল করে দিয়েছে ভারত সরকার। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এখনও কোনও ভিসা নাকচ করা হয়নি। বিষয়টি প্রশাসনিক রিভিউয়ের পর্যায় রয়েছে। ১৩ জানুয়ারি কলম্বোর ভারতীয় হাই কমিশনে ভিসা ইন্টারভিউয়ের পর, ক্লিয়ারেন্সের অপেক্ষায় পাকিস্তান বংশোদ্ভূত চার মার্কিন ক্রিকেটার। এই তালিকায় আছেন আলি খান, শায়ন জাহাঙ্গীর, মহম্মদ মহসিন এবং এহসান আদিল। টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বর্তমানে ইউএসএ দলের সঙ্গে কলম্বোয় আছেন তাঁরা।