আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে রবিবার সুপার ফোরে ভারত–পাক মহারণ। এর আগে গ্রুপ পর্বে ভারত–পাক ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে এখনও উত্তাল ক্রিকেট দুনিয়া। রবিবার ফের আরও একটি ভারত–পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর সুপার ফোরের ম্যাচেও উত্তাপ ছড়াতে পারে। তবে এটা ঘটনা, সূর্যকুমাররা রবিবারও হাত মেলাবেন না পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে। কিন্তু তিনি যে পাকিস্তানের নাম মুখে আনাই বন্ধ করে দেবেন, তা কে জানত? বরং ওমানের পাক বংশোদ্ভূত প্লেয়ারকে আলিঙ্গন করে যেন অন্য বার্তা দিয়ে রাখলেন তিনি।
ওমান ম্যাচে ভারতকে জিততে একটু সমস্যায় ঠিকই পড়তে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২১ রানে জিতে গ্রুপে অপরাজিতই থাকলেন সূর্যরা। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকে সঞ্জয় মঞ্জরেকার জিজ্ঞেস করেন, ‘তাহলে রবিবার পাকিস্তান ম্যাচের জন্য তৈরি।’ উত্তরে সূর্য বলেন, ‘হ্যাঁ, সুপার ফোরের জন্য তৈরি।’ পাকিস্তান ম্যাচ নিয়ে যে ভারতীয় দল কী ভাবছে, তা সূর্যর চার অক্ষরের উত্তরেই স্পষ্ট। ম্যাচটা যেন শুধু আর মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়।
আরও পড়ুন: আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বিশ্বরেকর্ড অর্শদীপের, ভাঙলেন এই পাক বোলারের নজির...
ঠিক এর উল্টো ছবি ওমানের ক্রিকেটারদের জন্য। এমনকী তাঁরা যদি জন্মসূত্রে পাকিস্তানিও হন, তাতেও কিন্তু সৌহার্দ্য কমছে না টিম ইন্ডিয়ার। ম্যাচের পর সূর্য ওমান প্লেয়ারদের পেপ টক দেন। আবার জড়িয়ে ধরেন আমির কালিমকে। ৪৩ বছর বয়সি ক্রিকেটার ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে লড়াই করেন। জন্মসূত্রে তিনি পাকিস্তানি। জন্ম করাচিতে। এমনকী করাচির ঘরোয়া ক্রিকেটও খেলেছেন। তারপর চলে আসেন ওমানে। আমিরকে আলিঙ্গন করে ভারত অধিনায়ক যেন বুঝিয়ে দেন, কোনও ব্যক্তিকে নিয়ে তাঁর মনে সৌহার্দ্যের অভাব নেই, তবে পাকিস্তান ও পাকিস্তানের প্রতিনিধিদের তিনি বার্তা দিয়ে রাখতে চান। টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ওমানের লড়াইয়ের প্রশংসা করে বলেন, ‘ওমান অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে। আমি ওদের কোচকে বহুদিন ধরে চিনি। সুলু স্যর (সুলক্ষণ কুলকার্নি) আছেন মানে মাটি কামড়ে ওরা লড়াই করবে। সেটা দেখে খুব ভাল লাগল। ওদের ব্যাটিং খুব উপভোগ করেছি।’
এদিকে, পাকিস্তান ম্যাচে অনিশ্চিত অলরাউন্ডার অক্ষর প্যাটেল!
এশিয়া কাপে সুপার ফোরে রবিবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তার আগে বড়সড় ধাক্কা ভারতীয় দলের জন্য। মাথায় চোট পেয়েছেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে।
ওমানের বিরুদ্ধে আবু ধাবিতে একটি ক্যাচ ধরার সময় চোট পান অক্ষর। হামাদ মির্জার শট অক্ষরের দিকে এগিয়ে আসে। কিন্তু ভারতীয় অলরাউন্ডার ক্যাচটি ধরতে পারেননি। বরং মাটিতে পড়ে মাথায় চোট পান। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, সেটার জন্য পাক ম্যাচে নাও খেলতে পারেন অক্ষর। তবে ভারতের বোলিং কোচ টি দিলীপ সমর্থকদের আশ্বস্ত করেছেন। তিনি ম্যাচের পর জানিয়েছেন ‘সব ঠিক আছে।’ তবে তারপরও অনেকেই আশ্বস্ত হচ্ছেন না।
