আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির নেমিসিস হয়ে উঠেছেন আদিল রশিদ। আর্ন্তজাতিক ক্রিকেটে মোট ১১ বার তারকা ক্রিকেটারকে আউট করলেন ইংল্যান্ডের স্পিনার। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরও একবার আদিলকে নিজের উইকেট দিলেন বিরাট। এই আউটের সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড স্থাপন করলেন ইংল্যান্ডের স্পিনার। বোলারদের এলিট গ্রুপে প্রবেশ করলেন। যারা আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে কোহলিকে সবথেকে বিপাকে ফেলেছে। এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি এবং অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। দু'জনেই তারকা ক্রিকেটারকে ১১ বার আউট করেছেন।
এদিন আদিলের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ফিল সল্টের হাতে ধরা পড়েন কোহলি। পরপর দুই ম্যাচে একইভাবে ইংল্যান্ডের স্পিনারের বলে আউট হলেন। তিন ফরম্যাটেই ভারতীয় তারকার বিরুদ্ধে সফল রশিদ। একদিনের ক্রিকেটে তাঁকে পাঁচবার আউট করলেন। চারবার টেস্টে। দু'বার টি-২০ ক্রিকেটে। স্পিনারদের মধ্যে তাঁর বিরুদ্ধে সবচেয়ে সমস্যায় পড়েন বিরাট। প্যাভিলিয়নে ফেরার আগে একদিনের ক্রিকেট নিজের ৭৩তম অর্ধশতরান তুলে নেন। ৫৫ বলে ৫২ রান করেন। সাউদি, হ্যাজেলউড, রশিদের পর কোহলিকে সবচেয়ে বেশি বার আউট করার তালিকায় আছেন মঈন আলি এবং জেমস অ্যান্ডারসন। দু'জনেই সুপারস্টার ক্রিকেটারকে ১০ বার আউট করেন।
