আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়া থেকে অপসারণ হতেই কলকাতা নাইট রাইডার্সে চলে এসেছেন অভিষেক নায়ার। সহকারী কোচ হয়ে। পুরনো দলে ফিরেছেন। গতবারও এই দলে ছিলেন। কিন্তু গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর নায়ারকে ডেকে নিয়েছিলেন সহকারী কোচ হিসেবে। কিন্তু সূত্রের খবর, গম্ভীরের সঙ্গে এখন সম্পর্ক ভাল নয় নায়ারের। তাঁকে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ থেকে ছাঁটাই করা হয়েছে। এখন তিনি ফের কেকেআরে।
সোমবারই ইডেনে ম্যাচ রয়েছে কলকাতা ও গুজরাটের। সেই ম্যাচের আগে কেকেআর একটি ভিডিও পোস্ট করেছে। যে ভিডিওয় দেখা যাচ্ছে, নায়ার অধিনায়ক রাহানের সঙ্গে মাঠে ঢুকছেন। এক চিত্র সাংবাদিক নায়ারকে বলছেন, ‘ওয়েলকাম ব্যাক।’ জবাবে নায়ার বলছেন, ‘ধন্যবাদ। ভাল লাগল। ফিরতে পেরে সত্যিই ভাল লাগছে।’
এরপর কোচ চন্দ্রকান্ত পন্ডিত ও ব্যাটার রিঙ্কু সিংয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা যায় নায়ারকে।
এটা ঘটনা বর্ডার গাভাসকার ট্রফিতে খারাপ পারফরম্যান্সের পরেই ছেঁটে ফেলা হয় নায়ারকে। যদিও এর পিছনে অনেক কাহিনী রয়েছে। শোনা যায় গম্ভীর নায়ারকে রেখে দেওয়ার জন্য কোনও চেষ্টাই করেননি। এছাড়া ফিল্ডিং কোচ টি দিলীপ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও ছেঁটে ফেলেছে বোর্ড। এক্ষেত্রে যুক্তি, মেয়াদ শেষ হয়ে যাওয়ার। এদের জায়গায় ফের একবার আদ্রিয়ান লে রুকে নিয়ে আসতে পারে বোর্ড। যিনি আগে টিম ইন্ডিয়ার সঙ্গে কাজ করেছেন।
