আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের সাপোর্ট স্টাফ দল থেকে বাদ পড়েছিলেন অভিষেক নায়ার। তারপরেই তিনি ফিরে আসেন কেকেআর শিবিরে। প্রসঙ্গত, গৌতম গম্ভীরই ভারতীয় দলের কোচ হওয়ার পর নায়ারকে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ টিমে অন্তর্ভুক্ত করান। গম্ভীরের সঙ্গে কেকেআরে কাজ করার অভিজ্ঞতা ছিল নায়ারের। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়নও হয়।
ভারতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন অভিষেক নায়ার। কিন্তু কাজ যেতেই তিনি চলে আসেন কেকেআরে। শেষ কয়েকটি ম্যাচে ২০২৫ আইপিএলে তিনি নাইটদের সঙ্গে ছিলেন।
কিন্তু ফের কেকেআরে ফেরা নিয়ে এতদিন কোনও মন্তব্য করেননি নায়ার। অবশেষে মুখ খুললেন। তিনি জানিয়েছেন, ‘কেকেআর তাঁর কাছে একটা পরিবারের মতো।’
নায়ার বলেছেন, ‘কলকাতা নাইট রাইডার্স আমার কাছে পরিবারের মতো। দলের সবাই সেটাই মনে করে। আর তাই আমি ভারতীয় দল থেকে সরে আসার পরেই কেকেআইরে ফেরার ক্ষেত্রে দু’বার ভাবিনি।’ এরপরই নায়ার যোগ করেছেন, ‘আমি সব সময় এগুলোকে সুযোগ হিসেবেই দেখেছি। তাই এবারও বিষয়টা সেভাবেই দেখছি।’
আরও পড়ুন: টেস্টে দুরন্ত ছন্দে, এশিয়া কাপের দলেও দেখা যেতে পারে গিল ও যশস্বীকে
তবে এখন আরও বড় দায়িত্ব রয়েছে নায়ারের। কেকেআরের পাশাপাশি মহিলাদের প্রিমিয়ার লিগে তিনি ইউপি ওয়ারিয়র্জের মেন্টর হয়েছেন সম্প্রতি। নতুন কাজ নিয়ে বেশ উত্তেজিত তিনি। মহিলা ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে চান বলে জানিয়েছেন নায়ার।
তাঁর কথায়, ‘দলের মধ্যে জেতার মানসিকতা তৈরি করতে হবে। সেটাই আমার প্রথম কাজ। আর এই মহিলাদের প্রিমিয়ার লিগ ভারতীয় ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটকেও প্রভাবিত করবে। আর আমাদের দেশের মেয়েরা ক্রিকেটে অনেক উন্নতি করেছে। আরও উন্নতি করাই হবে লক্ষ্য।’
এদিকে, ওভালে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উঠে এসেছে ভারত। সরিয়ে দিয়েছে ইংল্যান্ডকে।
শুভমন গিলের দল এখন রয়েছে তিন নম্বরে। ওভালে জিতে ১২ পয়েন্ট পেয়েছে ভারত। এই টেস্টের আগে তিনে ছিল ইংল্যান্ড। তারা নেমে গিয়েছে চারে।
ভারত এবং ইংল্যান্ড, দুটো দলের কাছেই এটা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ ছিল। দুই দলই দুটো করে ম্যাচ জিতেছে। একটি ড্র হয়েছে। তবে লর্ডসে মন্থর ওভার রেটের কারণে আইসিসি ইংল্যান্ডের দু’পয়েন্ট কেটে নিয়েছে। তাই ভারতের নীচে চলে গিয়েছে তারা।
আরও পড়ুন: 'ওকে তো আমরা চিনতেই পারিনি', ভারতের তারকাকে নিয়ে মন্তব্য অশ্বিনের, গম্ভীরকে দিলেন বড় পরামর্শ
আপাতত পাঁচ টেস্টে ভারতের ২৮ পয়েন্ট। শতাংশের বিচারে পয়েন্ট ৪৬.৬৭। ইংল্যান্ডের ২৬ পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ ৪৩.৩৩। ওয়েস্ট ইন্ডিজকে তিনটে টেস্টেই হারানোর কারণে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের ৩৬ পয়েন্ট। পয়েন্ট শতাংশ ১০০। দ্বিতীয় শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ (পয়েন্ট শতাংশ ১৬.৬৭) এবং ওয়েস্ট ইন্ডিজ (০)। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা নতুন চক্রে এখনও কোনও টেস্ট খেলেনি। আর ভারত ফের টেস্ট খেলবে সেই অক্টোবরে। এখন আপাতত অপেক্ষার পালা।
