আজকাল ওয়েবডেস্ক: প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। আজ রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ভারতের প্রথম একাদশের দিকেই নজর সবার। টিম ইন্ডিয়ার প্রথম একদাশে পরিবর্তন হতে চলেছে। কোপ পড়তে চলেছে রবি বিষ্ণোইয়ের উপরে। প্রথম ম্যাচে তিন উইকেট পেয়েও রবি বিষ্ণোইয়ের জায়গা হচ্ছে না প্রথম একাদশে। 

ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করেন বিষ্ণোইকে বাইরে রেখেই দল গড়া হবে। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''যদি খুব ভাল করে দেখা হয়, তাহলে দেখবেন অক্ষর প্যাটেল ব্যাট করছে সাত নম্বরে। সাত নম্বরে যে ব্যাট করছে তাকে বসানোর মানেই হয় না। দু' জন স্পিনার নিয়ে খেললে অক্ষরের পরে রয়েছে এমন কোনও স্পিনারকে ছাড়াই দল গড়তে হবে। সেটা কে হতে পারে রবি বিষ্ণোই না বরুণ চক্রবর্তী? দুর্ভাগ্য বলতে হবে রবি বিষ্ণোইয়ের। এই মুহূর্তে বরুণ চক্রবর্তীকে ছোঁয়াই যাবে না। ফলে রবি বিষ্ণোইকেই বাদ দেওয়া হবে।'' 

বরুণ চক্রবর্তীর উইকেট নেওয়ার ক্ষমতার উপরে জোর দিচ্ছেন আকাশ চোপড়া। প্রথম ম্যাচে রায়ান রিকেলটন, হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলারের উইকেট নিয়েছেন বরুণ। যদিও বরুণ এবং বিষ্ণোই তিনটি করে উইকেট নিয়েছেন। কিন্তু বড় উইকেট নেওয়ার কারণেই বিষ্ণোইয়ের থেকে এগিয়ে রয়েছেন বরুণ। আকাশ চোপড়া বলছেন, ''বরুণ চক্রবর্তী অনেকটাই এগিয়ে। যদি দুই স্পিনারকে খেলানো হয় তাহলে আমি দেখছি অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীকে।''